শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

কর্মজীবী মানুষ



কর্মজীবী মানুষ
- যাযাবর জীবন


সকাল শুরুতেই পাখ-পাখালির কিচিমিচি
দুদ্দাড় ঘুম থেকে জেগে ওঠা
নাস্তার টেবিলে হুড়োহুড়ি
প্যাক করা টিফিন বগলদাবা
চলন্ত বাসে দৌড়ে বাদুড়ঝোলা
প্যাঁ পোঁ হর্নে অভ্যস্ত কান
শার্টে ভেজা ঘাম,
ঝুলন্ত সূর্যের সাথে পাল্লা দিয়ে ঘড়ি ধরে অফিসে পৌঁছে দম নিয়ে হাফছাড়া
চায়ের কাপে ফাইলের চাপে মুখ থুবড়ে সময় পার
সূর্যঘড়িটা বিকেলে হেলান দিলো তো মন উচাটন
সন্ধ্যেটা ঘরে ফেরার,
বাসে, রিক্সায়, হেঁটে ঘর্মাক্ত শরীরে ঘরে ফিরতে ফিরতে
রাতের প্রথম প্রহর পেরিয়ে গেছে
ডিনার শেষে ক্লান্ত দেহ বিছানায় এলায়
কর্মজীবীর সময় কোথায় সপ্তাহ ভর প্রেমের খেলায়?

কখনো সখনো মন উদাস হলে বৃহস্পতির রাতে বিছানায় নৈমিত্তিক কাম
আর নয়তো শুক্রবারটা তো হাতে আছেই
এসব সকলই জীবনের অংশ, বেঁচে থাকার নাম;

মাসে এক আধবার ছুটি ছাটাতে আয়েসি বিকেলে প্রেয়সী পাশে চায়ের কাপে চুমুক
কিংবা বছরে এক আধবার চাঁদের আলোয় খোলা ছাঁদে চুপিচাপি আধলজ্জা চুমু
বাহ! কি সুন্দর কেটে যাচ্ছে জীবন
কর্মজীবী মানুষের মন।

আমার মাঝে মাঝে একদম কর্মহীন হয়ে যেতে ইচ্ছে করে,
মানুষের সব ইচ্ছে কি আর পূরণ হয়?
ক্ষুধা কথা কয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন