রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

কালো রাত



কালো রাত
- যাযাবর জীবন


কোথায় আছি?
মন ছুটি,
কোথায় যাব?
খুঁজছি;
বন্ধ মনে বন্ধ ঘরে যখনই আলো জ্বালি
শুধুই তুই;
এবার আলোটা নিভিয়ে দেব একেবারে
কালো হওয়ার জন্য খুব দরকার ছিল আলোটার;

চোখ ঘুম হয়ে গেলে
সবই তো রাত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন