মনে পড়ে মেঘ ছুঁয়ে
- যাযাবর জীবন
প্রচণ্ড বৃষ্টি বাইরে
মনে তোলপাড় ঝড়
তোর সাথে ভিজতে চেয়ে জ্যোৎস্নায়
বারবার ভিজেছি কান্নায়,
এখন উড়ে যাওয়া মেঘের ভেলায় দুঃখ ভাসে
আমি হো হো হাসি, কান্নার হাসি
বাতাস হো হো কাঁদে, বেদনায় ভেসে
যখন ঝড় তবলা বাজায় মনে
আমি পায়ে নূপুর গলাই
তারপর বৃষ্টির আলিঙ্গন, কান্না নৃত্যে;
তুই কি আমায় দেখিস কোথাও থেকে?
গালে বাতাস ছুঁয়ে গেলে
তোর শ্বাস ফেলার প্রবল অনুভূতিতে কেঁপে ওঠে মন
অনুভবে;
আজ বড্ড মনে পড়ছে তোকে
মেঘ ছুঁয়ে ছুঁয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন