অলস মস্তিষ্কের আলসে ভাবনা
- যাযাবর জীবন
অলস রাত
অলস বিছানায় আলসে আলসে ঘুম
অলস কিছু স্বপ্ন আলসে চোখে
আলতো এসে দেয় চুম;
অলস চাঁদ
আলসে আয়েশে হেলান অন্ধকার আকাশে
অলস জ্যোৎস্না অন্ধকার ভেঙে দিয়ে
আলো এনে দেয় রাতে;
অলস জোনাক দল আলস অন্ধকারে
ইতিউতি আলসে হাঁটে
অলস তারার দল আলসে বসে থাকে
আকাশ বিছানো খাটে;
অলস দেহ আলসে আড়মোড়ে
অলস মুড়ে থাকে চাদরে
অলস আমি সারারাত ধরে
ঠোঁটে ডুবে থাকি তোর আদরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন