কাগজের দাম্পত্য
-যাযাবর জীবন
হৃদয়ের মাঝে জড়িয়ে থেকে থেকে কষ্ট কষ্ট দুঃখ
জীবনের সাথে জড়াজড়ি হয়ে হয়ে কষ্ট কষ্ট সুখ
ঘুমঘোরে হাত বাড়িয়ে পাশে তুই, তুই সব
স্পর্শে হাসি স্পর্শে কান্না অনুভূতি অনুভব;
মনে মনে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকাই দাম্পত্য
আর নয়তো কাগজের বিয়ে তো যত্রতত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন