শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

সম্পর্কের একাল সেকাল



সম্পর্কের একাল সেকাল
- যাযাবর জীবন



পুরনো দিনগুলো বড্ড ভালো ছিল রে,
সহজ সরল জলের মত
নদীর মত
মাঠের মত
ঘাসের মত;
তখন আমরা বন্ধু ছিলাম,
হাতে হাত রেখে
দাপাদাপি পিঠে উঠে
কি নিশ্চিন্তে নির্ভাবনায়
সহজ সরল মনে;

যেদিন বললি ভালোবাসিস,
সেদিন থেকেই জীবনটা বড্ড জটিল হয়ে গেল;
আর বন্ধুত্ব ডুবে গেল অন্ধকারের গভীর ।

সম্পর্কের সীমারেখাগুলো কি অদ্ভুত
তাই না?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন