রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

নিশ্চিন্ত ঘুম



নিশ্চিন্ত ঘুম
- যাযাবর জীবন


তোর বুকে মাথা রাখতেই চোখ ঘুম
আঙুল ওড়াউড়ি তোর এলোমেলো আমার মাথার চুল
নির্ঘুম রাত তোর
আমায় ভালোবেসে বড্ড করেছিস ভুল,
চিন্তা তোর মুখে স্বপ্ন তোর চোখে
অস্থির মন অশান্ত জীবন
সারারাত বুকে নিয়ে আমায় রাত তোর নির্ঘুম
তোর বুকে মাথা রেখে আমি নিশ্চিন্ত রাতঘুম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন