শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

আবেগ




আবেগ
- যাযাবর জীবন


আবেগ একটা কালব্যাধি ভাইরাস,
সময়ের সাথে সাথে বাড়তেই থাকে;
আর একা থাকলেই মন খারাপ।

ঘুম ভাঙতেই সূর্যোদয়ের সাথে সাথে মনে আবেগোদয়
দুপুরে রোদ চড়লো! তো আবেগ চড়লো
বিকেলের পড়ন্ত রোদে কোথায় কমলো?
সন্ধ্যায় তো মনখারাপের ঢেউ
আর রাতে? সাগরে উত্তাল কান্না, একা একা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন