ইতিহাস
- যাযাবর জীবন
একটা মেয়ে ছিল জীবনের গল্প
আজ জীবন থেকেই হারিয়ে গেলো
একটা মেয়ে ছিল আমার আকাশের সূর্য
অমাবস্যায় আজ তারে কোথায় খুঁজে পাব?
একটা মেয়ে ছিল আমার প্রতি রাতের চাঁদ
কোথায় যে জোনাকি ডানায় উড়ে গেলো?
একটা মেয়ে ছিল রাতভর জ্যোৎস্না
আমার স্পর্শে নিভে গিয়ে রাত হলো
একটা মেয়ে ছিল আমার নেশা
নির্ঘুম চোখ দিয়ে কোথায় পালালো?
একটা মেয়ে ছিল আপাদমস্তক কবিতা
আমার কলমে এখন শুধুই ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন