অধরা
- যাযাবর জীবন
চোখে অন্ধকার বুলালেই তুই রাত
তোকে না ভাবলে চোখ বোজে না চোখ
ক্যানভাসে তুলি বুলালেই তুই চাঁদ
অথচ চাঁদনি আঁকা হলো না আমার;
মনে প্রেম বুলালেই চোখে তুই
তুই বিহনে চোখ কান্না
কাগজে কলম চললেই তুই ভালোবাসা
অথচ কবিতাই লেখা হলো না আমার;
আর কত খুঁড়ব মন
তোকে আঁকতে
আর কত নিব ভাঙবে কলম
কবিতা লিখতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন