বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

চাঁদের ছাতা



চাঁদের ছাতা
- যাযাবর জীবন


ছাতা ধরেছি মাথায়
চাঁদে ভিজব না বলে
ভিজিয়ে দিল চাঁদনি;

এবার ঠিক চুমু খাব অমাবস্যায়
ভেজাতে তোকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন