রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

জবাব



জবাব
- যাযাবর জীবন


বাতাসে কতকিছুই তো ওড়ে
বাতাস উড়তে দেখেছে কে?
পাখির মত একটা ডানা লাগানো গেলে
কতই না ভালো হতো
বড্ড ইচ্ছে একবার ঐ দূর আকাশে উড়ে
বাতাস মাখি সারা গায়ে;

আচ্ছা! আকাশের ওপরে কি আছে?
আরেকটা আকাশ?
আরেক পৃথিবী?
আরেক জগৎ?

ওখানেও কি আমি আছি?
তুই আছিস?
ভালোবাসা আছে?
কত প্রশ্ন মনে!
কে জবাব দেবে?

ডানা মেলবি আমার সাথে?
জবাব খুঁজতে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন