রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

কুঁড়েঘরে অন্ধকার



কুঁড়েঘরে অন্ধকার
- যাযাবর জীবন


একদিন তুই মেঘ হয়েছিলি আমার আকাশে
এখন আর বৃষ্টিতেই ভিজি না
একদিন সূর্য হয়েছিলি মনের আকাশে
আজ রাত্রিকে করেছি ঠিকানা,
কাঁথামুড়ি প্রেমে আজ তুই কোথাও নেই
নেই বর্ষা-কথনে
নেই শীত-কাহনে
নেই ঘাম-ভেজা গরমে
নেই বসন্ত-নরমে
বালি ওড়া সাগর তীরে বাতাসে শুধু বালিই ওড়ে
আর আধো অন্ধকার আমার কুঁড়েঘরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন