রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

একা একা



একা একা
- যাযাবর জীবন


উড়তে উড়তে পাখি
ভাসতে ভাসতে মাছ
ডুবতে ডুবতে গভীর
মনে তোর বাস;

দৌড়ে দৌড়ে ক্নান্ত
ঘষ্টে ঘষ্টে চলা
মনের মাঝে তুই
আর একা একা কথা বলা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন