রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

বোধের কুঁড়েঘর



বোধের কুঁড়েঘর
- যাযাবর জীবন


একটা কুঁড়ে ঘর
একটা সাগর পার
একটা তুই
একটা আমি
না হয় কিছু বোধ সৃষ্টি হলো
তারপর কবিতা ভালোবাসার,
মিলনের কিংবা বিরহের;

কি আসে যায়?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন