প্রকৃতি ও তুই
- যাযাবর জীবন
আকাশটা নীলের সাগর
মেঘের নৌকো ভাসে
কোথাও সাদা কোথাও ধুসর
বৃষ্টির জন্য মন আনচান
কালো বৈঠাটা দেখলাম না কোথাও
চরের মাঠে ঘাসের মেঘ
দুলছে বাতাসে
কোথাও জলজ কোথাও সবুজ
প্রচুর শ্যাওলা বুকপুকুরে
মন আনচান ডুব দিতে
বুকের চাতালে কুলকুল নদী
নূপুর বাজায় জলে,
এর গভীরতা মেপেছে কে?
কোন এক সময় তুই ডুব দিয়েছিলি
সেই থেকে পলি পড়ে গেছে
এই যে আকাশ আর ধুসর ধুসর মেঘ
এই যে সবুজ সবুজ ঘাসের মাঠ
এই ছলছল কলকল নদী
আর এই জরাজীর্ণ পুরনো আমি,
সবই আছে চারিদিকে;
শুধু তুই হারিয়ে গিয়েছিস
সময়ের সাথে সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন