স্যাঁতস্যাঁতে দিন
- যাযাবর জীবন
সূর্য ছিল আলোও ছিল
তবুও ঠিক যেন ত্যাজ ছিল না রোদে
বড্ড ম্যাড়ম্যাড়ে আলো আর স্যাঁতস্যাঁতে দিন
অথচ সকালে ঘুম ভাঙতেই মনটা ছিল রঙিন;
প্রিয় সন্ধ্যে
তুমি কেমন আছ?
ভালোবাসার চাঁদনি
তুমি রাতে আসবে তো?
নির্ঘুম রাত
প্রেমে পড়বে আমার?
না কি আজো তুইহীনা কাটবে
এক অসহনীয় রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন