কেমন আছিস তুই?
- যাযাবর জীবন
কেমন আছিস তুই?
জানিস! আকাশে আজ এত্ত বড় একটা চাঁদ,
নিশ্চয়ই অনেক খুশি তুই আজ;
কেমন আছিস তুই?
দেখ, দেখ, ঈশান থেকে একটি দুটি মেঘের ভেলা
বলতো দেখি, বৃষ্টি আসবে কি আজ?
কেমন আছিস তুই?
দেখ, চাঁদটা ঢেকে গেলো মেঘে
মন খারাপ হলো বুঝি তোর?
কেমন আছিস তুই?
বাইরে ঝুম বৃষ্টি নেমেছে
ভিজবি আমার সাথে?
কেমন আছিস তুই?
আমি ভিজছি একা, শরীর ও মনে
তুই কোথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন