ছুঁয়ে দেয়া ছুঁয়ে থাকা
- যাযাবর জীবন
চুড়ির কি ভাগ্য!
তোর হাতে থাকে,
টিপের কি ভাগ্য!
তোর কপালে থাকে,
শাড়ির কি ভাগ্য!
তোকে জড়িয়ে রাখে,
আয়নার কি ভাগ্য!
সাজলেই তোকে দেখে;
আমি কোথাও নেই
তোর কাছে,
মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে বাতাস হতে
ইচ্ছে হলেই ইচ্ছে মত তোকে ছুঁয়ে দিতে;
আমার ছোঁয়া তোর খুব পরিচিত ছিল,
তাই না?
চমকে উঠবি কি অচেনা বাতাস ছুঁয়ে দিলে?
খুঁজবি কি, আগের মত? পুরনো অনুভবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন