শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

এন্টিক



এন্টিক
- যাযাবর জীবন



চেয়ারটার দিকে তাকা
পুরনো, ভাঙাচোরা, জরাজীর্ণ;
এবার আমার দিকে তাকা
মিল খুঁজে পাচ্ছিস কি?
রাতে সব কিছুই অন্ধকার অন্ধকার লাগে।

এবার একটু দৃষ্টিভঙ্গি পাল্টা
কি দেখছিস?
চেয়ারটা, এন্টিক পিস;
ঝুড়ি নামা পুরনো বট গাছটা কি সুন্দর, তাই না?
আমাকে দেখতে হবে না, আলো দেখ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন