রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

আমার সাথে রাত



আমার সাথে রাত
- যাযাবর জীবন


যেদিন আমি হাওয়া
বাতাস পেয়েছিলি কানে
যেদিন আমি রোদ
ভিজে গিয়েছিলি ঘামে
যদি আমি মেঘ
তোর বর্ষা-স্নান
যেদিন ঝরি টাপুর টুপুর
তুই পায়ে গলাস নূপুর
যেদিন মন ভালো আমার
তোর মনেতে গান
আমার জন্য কেন রে
তোর মনে এত টান?
আমি তো অমাবস্যা দুপুর সূর্যে
অন্ধকারের কানাকানি আমার সাথে;

বড্ড ভালোবাসিস আমায়?
তবে রাত হ আমার সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন