রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

স্থবির


স্থবির
- যাযাবর জীবন


আকাশ আছে
আছে নীল
সাগর আছে
দেখতে নীল;
কান্না কেন সাদা?

পাখিরা ডানা মেলে উড়ে যায়
মাছেরা ডুবে ভেসে সাঁতরায়
মানুষ দৌড়ায় জীবন যুদ্ধে,
স্থবিরতা সব আমার;

আমি বোধহয় মানুষ নই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন