ভাত বন্ধ
- যাযাবর জীবন
এক সময় বাবা-মায়ের সাথে রাগ
তো ভাত বন্ধ
এক সময় স্বামী-স্ত্রী মনোমালিন্য
তো ভাত বন্ধ
আপন জনের সাথে রাগ অভিমান
প্রয়োগ ভাতের থালায়,
কার জীবনে ভাত বন্ধ হয় নি, দু চার দশবার?
বাবা-মা রাগ ভাঙায় সন্তানের
স্বামী-স্ত্রী অভিমান ভাঙায় পরস্পরের,
বাবা-মায়ের মনোকষ্ট? কবে বুঝেছিল সন্তান?
কই শুনি নি তো? বাবা-মায়ের ভাত বন্ধ,
কি জানি? হবে হয়তো কোথাও কখনো
দু একটি ঘরের কোনায়
কালে ভদ্রে, কচিত কদাচিৎ;
আলো'তে আসে না কখনো।
কোন একটা সময় কেও থাকে না মনের কষ্ট ভাঙানোর,
পেটের ক্ষুধা টেনে নেয় ভাতের থালা;
চোখেই শুকায়, চোখের জল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন