বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বিক্রির হাট

জীবনের বিভিন্ন স্তরে আমরা বিক্রি করি নিজেদের
বিক্রি করে দেই নিজের স্বত্বাকে
বিক্রি করি মনুষ্যত্বকে
রিপুর কাছে অহরহ বিক্রি হয়ে যায় মানুষ, বিক্রির হাটে; 

লোভের কাছে নিজেকে বিক্রি শুরু শৈশব থেকে 
চকলেট, খেলনা হাতছানি দিয়ে ডাকে,
টাকা চেনার পর বিক্রি হতে থাকি চাহিদার কাছে
চাকরি, ব্যবসা, এটা-ওটা, যতদিন জীবন থাকে;

যৌবনের প্রারম্ভেই বিক্রি হয়ে যাই কামের কাছে
বিপরীত লিঙ্গের প্রতি এক দুর্নিবার আকর্ষণে
যতদিন যৌবন ততদিন কাম 
প্রেম, বিয়ে শাদী কতকিছু তার নাম;

স্বার্থের কাছে বিক্রি হতে থাকি সময়ের সাথে সাথে
একে একে বিক্রি করে দেই সম্পর্কগুলোকে 
প্রেমের সূচনা থেকে সম্পর্ক বিক্রি শুরু
প্রেমিক প্রেমিকা বিক্রি হয় প্রেমের কাছে

বাবা মা বিক্রি হয় আত্মম্ভরিতা আর বংশ মর্যাদার কাছে
সন্তান বিক্রি হয় প্রেমের হাতছানির কাছে 
ভাইবোন বিক্রি হয় স্বার্থের কাছে
সম্পর্ক বিক্রি হয় সম্পর্কের কাছে

এগুলো সবই জানা আছে, তবুও কেও ছাড় দেয় না কাওকে
বিক্রির পশরা সাজিয়ে বসে থাকি, নিজেকে বিক্রি করতে
আর বিক্রি করি মনুষ্যত্ব, শৈশব থেকে শব হওয়া পর্যন্ত, 
আচ্ছা! এই যে শব হয়ে পড়ে আছি! এটা বিক্রি করা যায় না? 


২১ জুলাই, ২০২০

#কবিতা

বিক্রির হাট  
 - যাযাবর জীবন

মধ্যবিত্ত বাবা


মাস শেষে মানিব্যাগটা হাতরে দেখি
কিছু ময়লা ছোট নোট হাতে ঠেকে
আর অনেক আগের রেখে দেয়া একটা সিকি আর একটা আধুলি
আজকাল এগুলো শুধুই স্মৃতি, বাস ভাড়াটা বাঁচাতে হেঁটেই বাসায় ফিরি

আজকাল হাঁটতে আমার ভালোই লাগে
শরীরের কিছু ব্যায়াম হয়! কিছু অর্থের সাশ্রয়
দুটো পয়সা বাঁচানোতেই মধ্যবিত্তের আনন্দ
আর ছলে বলে কৌশলে মাসটা পার করে নেয়া

কাল ছেলের স্কুলে কি এক অনুষ্ঠান আছে, বন্ধুদের সাথে
কিছু অতিরিক্ত টাকা চেয়েছে খুব সংকোচে
এখনো বাচ্চা, খরচের বোঝার ও কি বোঝে?
কার কাছে ধার চাওয়া যায় চিন্তা করতে করতে হাঁটি

গিন্নির ঔষধ ফুরিয়ে গেছে দুদিন ধরে
আমার পকেটের অবস্থা জানে
কিছু বলছে না, আমিও না দেখার ভান করে আছি
কার কাছে কিছু ধার চাওয়া যায়! ভাবতে ভাবতে হাঁটি

মেয়েটার সেমিস্টার ফাইনাল, পরীক্ষার ফিস দেওয়া বাকি
মেয়ে বড় হয়েছে, মধ্যবিত্ত বাবার ট্যাঁকের জোর জানে
ওর মুখে দুশ্চিন্তার ছাপ দেখি, কিছু একটা ব্যবস্থা করতেই হবে
মধ্যবিত্ত বাবাদের বাসে চড়তে হয় না, আমি রাস্তা হাঁটি

মধ্যবিত্তের স্বপ্ন চেন? ঐ যে তারাগুলোর মত, দেখা যায় ধরা যায় না
মধ্যবিত্তের খরচ জানো? ভাটার মত, বেতনটা আসতেই সব নেমে যায়
মধ্যবিত্তের আনন্দ জানো? ঝিঁঝিঁর পোকার ডাক, শোনা যায় দেখা যায় না
মধ্যবিত্ত বাবা চেন? ঐ যে দেখ, ঝিরঝির বৃষ্টির মধ্যে হেঁটে বাড়ি ফিরছে একা


২০জুলাই, ২০২০

#কবিতা
মধ্যবিত্ত বাবা 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা



টুকরো কথামালা -৫


///////////////////////////////////////////////
থমকে ছিল অচেনা ব্লগ বেশ অনেকক্ষন
ইচ্ছে সময় যেথায় কাটে বেশ কিছুক্ষন
থমকে ছিল তোমার ওয়ালের নোট পাতাটি
ইচ্ছে ছিল দেখব তোমার নোট খাতাটি।



//////////////////////////////////////
তবু যেন বার বার খুলে দেখি
দখিনা দুয়ার,
চেয়ে দেখি রবিরাশি
তবু বারে বার
উড়িয়ে নিতে, পুড়িয়ে দিতে
সব শুন্যতার হাহাকার।


/////////////////////////////////
এক একটা দিন আসে
অন্যরকম
যেন ঝলমলে রোদ খেলা করে
চারিধার ধরে।



/////////////////////////////////////////////////
ক্যানভাসে যতই তুলির আঁচর ফেলি
জল রঙে আঁকা হয় না তাঁকে
যেন ঝাপসা হয়ে আসে তার চেহারা
শুধু ফুটে থাকে মন রং এর ভাজে।
খাতার পাতায় যতই আঁকিঝুঁকি কাটি
কবিতা হয়ে ফোটে না সে
সাদা খাতায় ধুসর পেন্সিলে দাগ কাটা হয় শুধু
না বলা কথাগুলো গুনগুনায়, মন এর মাঝে।



/////////////////////////////////////////////////////
ক্যানভাসেএ যতই তুলির আঁচর ফেলি
জলরঙ্গে আঁকা হয় না তাঁকে
যেন ঝাপসা হয়ে আসে তার চেহারা
শুধু ফুটে থাকে মনরং এর ভাজে।



//////////////////////////////////////////////////////
পেন্সিল কামড়ে যাই সাদা কাগজ হাতে
কিছুতেই লেখা হয় না তার কথা
কলমের আঁচরে আজ আর কবিতা হয় না
তবুও রয়ে যায় সে হ্রদয়ের খাঁজে।

///////////////////////////////////////////////////////////
নক্ষত্রের আলো হোক না যতই শক্তিশালী
ছড়িয়ে পড়ুক যেথায়
ভরা পূর্ণিমার রাতে
সে আলোর স্থান কোথায়?


////////////////////////////////////////////////////////////
চাঁদকে কাছের লাগে তাই চাঁদ ধরতে চাই
অনেক দুরের তাঁরাদের ধরা আমার সাধ্যে নাই
হারানো পথে হাতটি ধরে হ্রদয় কাছের মানুষটি
পারবে আমার হাত ধরতে ওই দূর দেশের সহযাত্রী কি!


/////////////////////////////////////////////////////
নক্ষত্ররা জেগে রয় রাতের আকাশে
অনন্তকাল ধরে ঘুরে ঘুরে মহাকাশের বুক চিরে
অপেক্ষার প্রহর গুনে শেষ ওই মহাপ্রলয়ের দিনের
আমিও মনে হয় তাঁদের মত করেই গুনে যাই
অপেক্ষার প্রহরগুলি, যদি হয় প্রতিক্ষার ভোর
কিংবা নিয়তির পরিহাসে সমাপ্তির দিনে যদি কাটে ঘোর -
পথ চেয়ে তোমারই অপেক্ষার।



////////////////////////////////////
মানুষের মনে আছে
হরেক রঙ
পানির রঙ এ আমার, কি দারুন এক
রাঙ্গানো জীবন।



////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
মানুষগুলো খেলা করে যেন সব মানুষের হ্রদয়ের ভাবনাগুলোকে নিয়ে
হতাশায় নুয়ে থাকা মানুষগুলোকে এক সময় কেন জানি সব পাগলের পর্যায়ে ফেলে
পাগল আছে দুনিয়ার সকল কোনেতেই, কেও বা ভালোবাসার অভাবে; কেও বা সব হারিয়ে
রাত দিন কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে চলে যায়; তাঁদের কাছে হয়তো ধোঁয়াটে লাগে।


/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
খাদ্য হোক না সে অমৃত বা বাসি, ক্ষুধার জ্বালায় একসময় তা দিয়েই জঠর ভরে
নগন্য ওই পাগল মানুষগুলো তবুও কোন না কোন ভাবে এ পৃথিবীতেই বেঁচে থাকে।


///////////////////////////////////////////
ভালোবাসায় বাঁধবে কে যে
কার ক্ষমতা আছে
হারিয়েছি হ্রদয় শুধু
একজনারই কাছে।

////////////////////////////////////
একজনাই মন কেড়েছে
চাঁদের পরে সে
অভিমানের টুকরো মেঘে
মুখ যে ঢেকেছে।


///////////////////////////////////////
সোনাবন্ধু ভালো থাকুক
এটাই মনে স্বাদ
চোখের থেকে মুক্তো ঝরুক
চাই না আমি আজ।


///////////////////////////////////////////////////////////
চোখের জলের মুক্তোকণা নীলবেদনা হলে
যায় না বাঁধা নীল সুতোতে হ্রদয় যে যায় ছিড়ে
কয়না কথা সোনাবন্ধু অভিমানের ছলে
ভাসিয়ে নিয়ে যায় যে আমায় নীলসাগরের তীরে।


///////////////////////////////////////////////////////////
সিক্ত যে হয় বালুকণা নীল সাগরের জলে
চোখের জলের লবন পানি হাওয়ায় মিশে স্থলে
কান্নারও ঐ প্রতিধ্বনি পাহাড় কোলে বাজে
গুমরে মরে কান্না সকল তাহার মনের মাঝে।


///////////////////////////////////////////////////////////////////
পাপড়ি কেন খুঁজে বেড়াও ফুল বাগানের মাঝে
শিশির কণা খুঁজছ কেন কালো মেঘের সাজে
অভিমানেও রূপের ভেলায় যে পথ সে দেয় পাড়ি
তাঁকে দেখে মুখ যে লুকোয় গোলাপ সারি সারি।


////////////////////////////////////////////
মনের খালে ডিংগি বাঁধা মোর
বইঠা যে তার হাতে
ভালোবাসার ঢেউগুলো সব আছড়ে পড়ে
তার আঙ্গিনার ঘাটে।
ঘরের চালে লাউয়ের ডগা
গোড়ায় সে পানি ভরে
আকাশ থেকে মেঘের জলের
কে পরোয়া করে।


///////////////////////////////////////////////////////
ঘন্টাগুলো কেটে যায় মুহূর্তের আগে
তুমি সামনে থাকলে
আমার অনুভুতির কথা তুমি বুঝবে না।


/////////////////////////////////////////////////////
ওই চোখ চেয়ে পার হয়ে যায় দিন মাস
মুহূর্তের মাঝে, তোমার চোখে চোখ পড়লে
তোমাকে বলে বোঝাতে পারব না।


///////////////////////////////////////////////////////////////////
বেদনার রঙ দেখি প্রতিদিন বেগুনী কিংবা নীল
আঘাতে আঘাতে শুকিয়ে শুকিয়ে খর হয়ে আসা চোখে
ঈর্ষার রঙ দেখিনি কখনো, হবে হয়তো সাদা কিংবা কালো
হাতুড়ীর আঘাতে মন ভেঙ্গে দেয়, বাজে বড় আজ বুকে।

////////////////////////////////////////////////////////
আসতে আমার অনেক দেরি হয়ে গেল
ফিরে আসতে,
মরনের সেই ওপার দেশ হতে;
কে যেন টেনে নিয়ে এলো আমায়
সে কি তুমি না তোমার ভালোবাসা?


//////////////////////////////////////////////////////////
তুমি কি অপেক্ষা করছিলে আমার জন্য?
নাকি প্রতিক্ষার প্রহর গুনতে গুনতে
নিদের দেশে হারিয়ে গিয়েছ
স্বপ্নের ঘোরে আমায় বুকে করে।


/////////////////////////////////////////////////////////////////
অনেক অনেক, দেরি করে যখম আমি এলেম
তখন দেখি কেও কোথাও নেই
শুধু পড়ে আছে তোমার নীরব স্মৃতিচিহ্ন খানি
জ্বালা ধরে বড় চোখে।


//////////////////////////////////////////////////////////////
ভালোবাসা থাকে যদি মনের কোনো কোণে
দ্বিধা তবে কেন এত কহিতে প্রিয়জনে ?
খুব পাশে আছে যে সে
হ্রদয়ের ধার ঘেসে
তাকেই কেন কস্ট দিতে
এত ভালো লাগে।

/////////////////////////////////////////////////
ফাগুনের হাওয়া বয়ে চলেছে আজ
একা বসে শুনি বসন্তের কোকিলের ডাক
তাঁরায় তাঁরায় ছেয়ে আছে রাত
মায়াবী জ্যোৎস্নার আলোর হাতছানি ডাক
পাগল কি করেছে আমায়?

////////////////////////////////////////////////////////
আমি যদি তোমার জন্য অপেক্ষা করি
তার প্রতিদানে
তোমাকেও আমার জন্য অপেক্ষা করতে হবে
এর কোন মানে নেই
আমার মত করে ভালোবাসার ক্ষমতা
তোমার কখনই হবে না।


//////////////////////////////////////////////////
যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যাবে
তত তাড়াতাড়ি বেদনার অবসান হবে;
হয়তো প্রথম প্রথম কস্ট হবে
কিছুদিন কাটানো মধুর ওই সময়টুকু
দগদগে ঘা হয়ে রবে কিছু দিন স্মৃতির মাঝে
তবে ধীরে ধীরে স্মৃতিগুলো
সময়ের কালস্রোতে ঝাপসা হয়ে আসবে
শুকিয়ে যাবে হ্রদয়ের ক্ষতগুলো একদিন
তবে, যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যাবে
তত তাড়াতাড়ি হবে বেদনার অবসান
মৃত মানুষের জন্য কার এত সময় পরে আছে
এই ব্যাস্ত পৃথিবীর মাঝে?


//////////////////////////////////////////////////////////
চাতক চোখে চেয়ে থাকি কার পথ পানে
খেয়ালী মন হারিয়ে যায় অপেক্ষায় তোমার
রূপালী গিটার করুন সুর তোলে
মনের মাঝে বেজে ওঠে সব হারিয়ে যাওয়া কান্নার ধ্বনি...


//////////////////////////////////////////////////////////
কালের ঘুণপোকা সব বাসা বেধে চলেছে
নিউরণ কোষের ভাজে ভাজে
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যেন আমার
বেঁচে থাকা স্মৃতির অবশিস্ট ওই টুকরোগুলোকে।

//////////////////////////////////////////////
চোখের ভাসা চোখ পড়ে যায়
না বলা কথা মন পড়ে তায়
অনুভবে...........................

//////////////////////////////////////////////////////////
মনেও পড়েনা সেই কবে শুরু হয়েছিল
শব্দের সংগে মিতালী কিংবা তোমার সাথে।
কোথা হতে এসে অনুভুতিগুলি
একে একে তার বাহুডোরে বেঁধেছিল।
অনুভূতির মিশেল, উপমার ছটা, উৎপ্রেক্ষার উপস্থিতি।
কালো কালো হরফে ছেয়ে যেতে লাগলো
নেট এর ওপারে অনলাইন হয়ে থাকা
ফেসবুক বা মেস্যঞ্জারের দেয়াল
কিংবা আমার হৃদয়ের আকাশ।
লোকে বলে কবিতা, '
আমি বলি মনের গভীরের
জানালায় উঁকি দেয়া চুপিসার।


রবিবার, ১৯ জুলাই, ২০২০

অহংকার আর ইগো

অহংকার, তুমি কি নর নাকি নারী? 
উঁহু, আমি আমিই; আর ইগো? 
আমার ভাই, দুজনে মিলে আমরা ভীষণ শক্তিশালী
তোমাদের শরীরের ওজন থেকেও আমরা ভারী;  

তোমরা ইগো'র নাম শুনেছ?
আমি কিন্তু দেখেছি
প্রতিদিন দেখি 
আয়নায় তাকালেই দেখি 
কতদিন ভেবেছি এবার বিদায় দেব 
আয়না থেকে মাঝে মধ্যে বিদায় বলেছি
মন থেকে মুছতে পারি নি, 
আসলে আমরা কেও বোধহয় পারি না
ইগো কুরে কুরে খায় সম্পর্কগুলো 
আপন সব সম্পর্ক;  

অহংকার চেনো? 
আমি সূর্যকে পোড়াই মাটির চুলায়
রকেট উড়াই সাইকেল চেপে 
জ্যোৎস্না দেখি বিজলি বাতিতে 
তারা জ্বালাই জোনাক মাঠে 
আরে! আমার থেকে বড় আর কে আছে?
আমি কেন নত হব? কার কাছে? 

ইগো আর অহংকার সর্বগ্রাসী 
এরা দুভাই সম্পর্ক কাটে, ভয়ংকর সর্বনাশী;  
মাটিতে পা পড়ে না আমার অহংকারে
ইগোর ডানায় উড়ি আকাশে
অহংকারে পুড়ি আমি কি হনু রে ভাবে  
দুটোই ভয়াবহ ভাবে ঢুকে গেছে আমার স্বভাবে 

অথচ আমি সব বুঝি
তবুও না অহংকার ছাড়তে পারি
না পারি হতে ইগোর কাছে হতে নত
অথচ আত্মম্ভরিতায় পুড়ছে আমার সম্পর্ক যত;
  
ভেবে পাই না মাটির দেহে কোথা থেকে আসে অহংকার?
কোথায় থাকে এত ইগোর সমাহার! 
কতদিন আয়নায় নিজেকে বকেছি! এবার তো মানুষ হ খাঁটি!  
আরে বাবা রুহুটা দেহ ছেড়ে চলে গেলে তুই নিজেই তো মাটি।


১৯ মে, ২০২০

#কবিতা 
অহংকার আর ইগো 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



ভালোবাসার ডুবডুবান্তি

পরিযায়ী পাখিদের কোলাহল বিকেলের ঠোঁট ঘেঁসে, 
এলোমেলো ঝুমঝুমান্তি বৃষ্টির গান, তবলার ঐকতান 
টিনের চালে দিনশেষে; রাত হতেই আকাশ থেকে তারাগুলো 
নেমে এলো তোর চুলের বিথারে, জোনাকের ফিসফিসানি প্রেম 
ইথারে ইথারে; ঘুম কোথায়? কাকভোর - পাখি উড়ছে। 

নদীর অনঙ্গ নাচে একটা বদ্বীপ জেগেছিলো আলুথালু 
বুকের খাঁচায়, বিভাসিত ভোরে বাতাসে কা কা রব, 
দ্বীপের চারিধারে সবুজ ধানক্ষেতে এলেবেলে বাতাসের ঢেউ, 
মন গড়িয়ে নামছে নিম্নমুখী নদীর স্রোতে, হু হু মনে প্রচণ্ড  
তাপ, তাপ আকাশে; কোথায় জানি কি পুড়ছে! 

কোথাও থেকে মাটির সোঁদা গন্ধ ভেসে আসছে যেন! 
জলে ভৈরবী সুর, আকাশে গাংচিলের ডানা ঝটফট; 
মাটিতে সোঁদা গন্ধ আর মন ছটফট, নারীর তির্যক বাঁকে
নদীটা হারিয়ে যেতেই মনের হলুদ চোখ, উঁহু! আমি কাঁদছি না,
কান্না থেমে থেমেই পলি পড়ে গেছে নদীতে - নদী ডুবছে!   

একদিন কোন অমাবস্যা তিথিতে, নীল নক্ষত্রের দিনে 
সূর্যটাকে ঘুম পাড়িয়ে, ঠিক মধুচন্দ্রিমা করে নেব আমরা দুজন 
নিভৃতে কোন এক জ্যোৎস্নার বনে; ভালোবাসার ডুবডুবান্তিতে 
আজ একটি একটি শস্যদানা বুনে বুনে, সেদিন মহীরুহ প্রেম 
উপড়ে নেব তোর ঠোঁট চুমে চুমে, নারী পুড়ছে - নর ডুবছে। 


১৭ জুলাই, ২০২০ 

#কবিতা
ভালোবাসার ডুবডুবান্তি 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


ভ্যাপসা ভার্চুয়ালে

ভার্চুয়ালটা বড্ড তামশার জায়গা 
বিশেষ করে ফেসবুকটা 
এখানকার ফেসগুলো বড্ড মেকি
বুক বলতে কি বই বোঝায়? হবে হয়তো,  
আচ্ছা! বুকের ভেতরকার হৃদয় নাকি? 

প্রফাইল ছবির চেহারায় তো লিঙ্গ বোঝা যায়   
তবে ছবির পেছনে আসলে ছেলে না মেয়ে, বোঝা বড্ড দায়! 
মানুষের চেহারায় পশুত্বের ছাপ দেখি
মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব মানুষ, মেকি 
আচার আচরণে পশুত্বের আবরণে এরা কি মানুষ নাকি?

মেয়েগুলো সব রঙ দিয়ে সং সাজে
আদতে পুরু মেকআপ এর আবরণে চেহারার বারটা বাজে 
ছেলেগুলো কিছু সস্তা লাইকের লিপ্সায় মেয়ে সাজে
ফেক একটা সুন্দরী মেয়ের ছবিতে কমেন্টের বান ডাকে 
আমার বোধগম্য হয় না কি অর্জন হয় তাতে?

আমারও খুব ইচ্ছে করে একদিন একটা ফেক আইডি খুলব ফেসবুকে
ফেসটা কার দেয়া যায় বলতো তাতে?
সুন্দরী কোন নায়িকা! নাকি কন্ট্রোভারসিয়াল মিয়া খলিফা?  
কিংবা সানি লিয়ন হলে কেমন হয়? 
হুমড়ি খাওয়া বোকা ছেলেগুলোর কমেন্ট দেখতে ইচ্ছে হয়;

মেয়েগুলো বরং এদিক দিয়ে সরেস বুদ্ধিমতী 
লিঙ্গ পরিবর্তন করতে হয় না, চেহারায় শুধু একটু এডিট আর কাটাকুটি 
ইদানীং কত এ্যপসই তো আছে প্রৌঢ়াকে বানায় ষোড়শী
যাদের ব্যক্তিগতভাবে চিনি, তাদের ষোড়শী ছবি দেখি আর হাসি 
ফেসবুক কত রঙেই না রঙিন! কম আর বেশি;

পাউট চেনো? ঐ যে বাঁকা চেহারা?
কিম্ভুতকিমাকার মুখভঙ্গিতে কি পায় তারা?
লাইক আর কমেন্টের এত লিপ্সা? 
আরে! তোদের আসল চেহারাটা যে হয়ে যাচ্ছে ঝাপসা!  
ইদানীং ভার্চুয়ালটা আসলেই বড্ড ভ্যাপসা। 
 

১৭ জুলাই, ২০২০ 


#কবিতা
ভ্যাপসা ভার্চুয়ালে 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 






স্বরবর্ণ মরণ

অকস্মাৎ ঝড় উঠবে একদিন তোর জীবনে 
আমার অনাড়ম্বর জীবনের হঠাৎ অবসানে  
ইথারে ইথারে ভাসবে কান্নার শব্দ 
ঈপ্সিত নয় কারোর'ই মরণ    
উড়ে গেলে রুহু খাঁচা ছেড়ে  
ঊর্ধ্বাকাশে চেয়ে আর কি হবে  
ঋণমুক্তি চেয়েছি, জীবন মুক্তি নয় 
একসাথে পথচলার হঠাৎ সমাপন  
ঐক্য আছে আমাদের, আছে বন্ধন 
ওপার থেকে মরণ একবারই ডাকবে মাত্র     
ঔষধ আর কতটুকুই বা বেঁচে থাকার নিমিত্ত?        


১৪ জুলাই, ২০২০ 

#কবিতা 
স্বরবর্ণ মরণ 
- যাযাবর জীবন

ছবিঃ নেট থেকে সংগৃহীত। 


সম্পর্কের ভীতি

স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা
কতরকম অনুভূতিই না আছে মানুষের মাঝে 
আমি সব ভালো অনুভূতিগুলোর কথা বলছি; 

আচ্ছা! স্বার্থের থাবা দেখেছ তোমরা? 
লোপ লিপ্সা, অর্থ লালসা! এগুলোও কিন্তু অনুভূতিই
মানুষেরই মাঝে মনুষ্যত্ব হারিয়ে; 

আচ্ছা! মনুষ্যত্ব না থাকলে তাকে মানুষ বলবে কি?
আমি তো চারিদিকে অর্থের কামড়াকামড়ি দেখি,
আমি মনুষ্যত্বহীন মানুষ দেখেছি;  

ভাই-বোন, স্বামী-স্ত্রী এমনকি বাবা-মা ও সন্তান 
স্বার্থের কাছে সম্পর্কের কতটুকু আছে দাম! 
স্বার্থের মাথাচাড়ায় যখন মনুষ্যত্ব হারায়
সম্পর্ক নামেমাত্র সম্পর্কের খাতায়,
আমি সম্পর্ক হারাতে দেখেছি; 

ইদানীং খুব গুটিয়ে গিয়েছি নিজেতে নিজে
নানা রঙের সম্পর্কগুলো থেকে 
অর্থ যখন অনর্থের রূপ দেখে  
সম্পর্ক তখন নিজের রক্ত চাখে,
আমি রক্ত দেখেছি, রক্তের হাতে; 

মানুষের মাঝেই মানুষের বাস 
মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের চাষ 
আজকাল সম্পর্ককে বড্ড ভয় পাই
স্বার্থ থাবা মেললে যদি আমি পশু হয়ে যাই! 

১০ জুলাই, ২০২০ 

#কবিতা 
সম্পর্কের ভীতি 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



বন্দি চিঠি

একটা হলুদ খাম
ডায়রির ভাঁজে গুটিসুটি 

খামের ভেতর একটা চিঠি
প্রেমের অসহায় অনুভূতি   

চিঠির ভেতর কিছু প্রেম 
আঠা বন্দি  

অনুভূতিতে তালা 
মেয়েটির বুকফাটা চিৎকার 

বিয়ের শানাই 
বৌটা বড্ড কাঁদছিল 

ঐ দূরে পালকি 
বালকের ভাবলেশহীন চোখ 

স্মৃতির চাদর  
সময়ের স্রোত  

বহুবছর পর 
ডায়রির ভেতর স্মৃতি  

ভাঙা চশমা 
ক্ষীণ দৃষ্টিশক্তি 

ঐ দূরে গাড়ি
ঝকঝকে নতুন 

মধ্যবয়সী এক নারী
অপরূপা সুন্দরী 

একটি ছেলে একটি মেয়ে
সুন্দরীর সাথে 

বড্ড চেনাচেনা 
অথচ অচেনা 

হাতে ডায়রি 
ভেতরে পুরনো চিঠি 

সেদিন উত্তর দিলে 
পরিবারটা আমার হতো   

স্মৃতি হাসায় স্মৃতি কাঁদায় 
প্রেমে সাহস লাগে   

ডায়রিটা বন্ধ করে রাখি
কি হবে ওসব ভেবে! 

০৭জুলাই, ২০২০ 

#কবিতা 
বন্দি চিঠি
 - যাযাবর জীবন 



ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 








সময়টা কখন?

ঐ তো শুয়ে আছি আমি 
কাফনে ঢাকা শব
অথচ এই তো কিছুক্ষণ আগেও 
তোমরা আমার চারিদিক ঘিরে ছিলে সব 

মৃত্যুটা খুব অদ্ভুত তাই না?
শরীরটা পড়ে থাকে শুধু চলে যায় রুহু 
রুহুটা যে কি? 
বিজ্ঞান খুঁজেছে বহু 

আচ্ছা একটু পেছন ফিরে তাকাই তো! 
পেছনের জীবনটা দেখি 
রিপুর চাদরে মোড়া আমার ঐ জীবনটা
পাপের সাগরে ডোবা আমার ঐ জীবনটা
অনুশোচনা তো হয়েইছিলো 
মাঝে মধ্যে মনে হয়েওছিলো মৃত্যুর কথা  
ভালো হয়ে যাব, তওবা করব, নামাজ ধরব, রোজা রাখব  
সৎ পথে চলব, অনেকবার এসেছিলো মনে;  
কাল থেকে করব, পরশু থেকে  
এই শুক্রবার থেকে, আগামী মাস থেকে 
কাল আর আসে নি জীবনে
অথচ দেখ! কি হুট করেই না মৃত্যুটা চলে আসলো সামনে; 
সাদা কাফনে তো ঢেকে রেখেছ আমায়!
আমি পাপগুলো ঢাকব কী দিয়ে?

এই যে তোমরা রুহু বল! মালাকুল মউত সামনে আসলে কি হয় জানো?
শরীর থেকে রুহুটা যখন টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়!  
কতটা কষ্ট জানো?
এরপরের জীবনটার কথা একবার ভাবো তো!
কবরের সওয়াল জবাব দেয়ার জন্য প্রস্তুতি আছে তো!
হাশরের কঠিন দিনে মহান আল্লাহ্‌ পাকের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো?
ভাবো, ভাবো 
সময় থাকতেই ভাবো;

ঐ পড়ে থাকা শবের দিকে তাকাও একবার  
শোধরানোর কালটা যেন আজই হয়, এখনি 
কে জানে? 
তোমারও না দেরী হয়ে যায় আবার! 

মালাকুল মউত সময় বোঝে না, বোঝে না কাল
মুহূর্তের ব্যবধানে পড়ে থাকে শব, মানুষটা হয়ে যায় কাল।  

 
০৯ জুলাই, ২০২০ 

#কবিতা 
সময়টা কখন?
 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 







শব্দ বিভ্রাটে

কিছু শব্দ কথায়
কিছু হাতে
কিছু মাথায় 
আমি পড়ে আছি শব্দ বিভ্রাটে;

আকাশে থৈ থৈ জ্যোৎস্না 
মন বৃষ্টি, চোখ কাঁদছে 
অনঙ্গ মস্তিষ্কের ভাঁজে কবিতা নাচছে 
শব্দ বিভ্রাটে কলম কাঁদছে; 

আকাশে মেঘের ভেলা 
মেঘে বজ্র, মেঘে মেঘালাপ 
বৃষ্টি টুপটাপ, মন ঝরছে 
শব্দ কাঁদছে, শব্দ বিভ্রাট 
 
সময় গ্রীষ্মকাল, গরম আনচান  
পুড়ছে বাতাস, পুড়ছে কাম  
পুড়ছে শরীর, ঝরছে ঘাম 
আমি ভিজছি, ঘামছে কাম

রাত নিঝুম, চোখ ঘুমঘুম 
ঠোঁটে ঠোঁট ছোঁয়, মন ঝুমঝুম
বুকের চাতালে তুই, শরীর জাগছে 
কাম ঝরিয়ে রতিমৈথুন 

রতিভেজা কামবধ, এলোমেলো বিছানা 
ক্লান্ত চোখে অমাবস্যা, ঘুমের ঠিকানা  
ডানাভাঙা স্বপ্নরা, বকডানায় শব্দজটে  
কবিতারা চুপচাপ, কলমের শব্দ বিভ্রাটে।   

১০ জুলাই, ২০২০ 

#কবিতা
শব্দ বিভ্রাটে 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 




বেঁচে থাকাটাই জীবন

এই যে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন
বন্ধুবান্ধব আর হৃদয়ের কাছের আপনজন;  
 
হুট হাট একদিন চলে যায়, 
খুব কষ্ট হয়
বুক ফেটে যায়
কান্না পায়, 
কতদিন? 
দুদিন, চারদিন, সপ্তাহ কিংবা মাস
তারপর আবার যথারীতি জীবন চলা, জীবনের পরিহাস;

কিছু স্মৃতি মাথায় রয়ে যায়
আর কিছু দাগ মনের ভেতর কথা বলে  
মাঝে মধ্যে খোঁচায়, মাঝে মধ্যে দু-ফোঁটা অশ্রু
তারপর আবার জীবন এগিয়ে চলে; 

জীবনটা কেমন?  
বেঁচে থাকাটাই জীবন; 

আর মৃত্যু? 
ও তো সেদিনই সাথে করে নিয়ে এসেছিলাম,  
যেদিন জন্মেছিলাম। 

০৯ জুলাই, ২০২০ 

#কবিতা
বেঁচে থাকাটাই জীবন 
 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


অবসাদের অবসান

অনেক খেলেছি ছোঁয়াছুঁয়ি, 
কোন খেলাতেই কখনো জিততে পারি নি
হতাশ অবসাদে আমি খেলাদের ছোঁয়াছুঁয়ি দেখি;

আজ আকাশের চাঁদটা দেখ! 
পূর্ণিমায় পূর্ণ 
বাইরে ঝুমঝুমান্তি জ্যোৎস্না বৃষ্টি
আমি ঘর থেকে বেরোতেই  
ঝাঁপিয়ে পড়ে ছুঁয়ে দিচ্ছে আমায়
আমি ভিজে যাচ্ছি জ্যোৎস্নায় 
অথচ খুব এক তরফা, তাই না?
আমি হাজার চেষ্টায়ও ছুঁতে পারি না চাঁদকে
না ছুঁতে পারি চাঁদনি 
ছোঁয়াছুঁয়ির খেলায় একতরফা অবসাদে ভিজি;

কোন একটা সময় প্রেমের ছোঁয়াছুঁয়ি খেলায়  
তুই প্রেম ছুঁইয়ে দিয়েই পালিয়ে গেলি
অথচ আমি ডুবছি, এখনো ডুবছি তো'তে 
ভালোবাসার অবসাদে, 
বড্ড এক তরফা খেললি না! 

আজকাল মস্তিষ্কটাও কেন জানি বড্ড ছোঁয়াছুঁয়ি খেলে!  
স্মৃতিগুলো উঁকি দিয়েই টুকি দেয় 
আমায় ফেলে যায় ভাবনার সাগরে
আমি ডুবতে থাকি ক্লান্ত অবসাদে, 
এই যে স্মৃতি-ভ্রম এটাও তো মস্তিষ্কের একতরফা খেলা
তাই না? 

যখন মন আর মস্তিষ্ক দুজন মিলে ছোঁয়াছুঁয়ি খেলে
আমি ক্রমশ: হারাতে থাকি অন্ধকারে
অন্ধকার গভীর হতে হতে কালো হয়ে আসে
তারপর একসময় সব আলো নিভে যায় দুচোখ থেকে
অবসাদের একতরফা ঘুম এসে ছুঁয়ে দেয় আমায় অবশেষে
অথচ কখনই ঘুমকে নিজ থেকে ছুঁতে পারি নি!  

কোন একদিন হঠাৎই মৃত্যু এসে এক তরফা ছুঁয়ে দেবে আমায়; 
আর অসম ছোঁয়াছুঁয়ি খেলার অবসাদের অবসান, 
তাই না?

 
০৮ জুলাই, ২০২০ 

#কবিতা 
অবসাদের অবসান
 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



মনের হ য ব র ল

তুই কাঁদতেই
কাঁদছে আকাশ,
তোর কি আজ মন খারাপ? 

আকাশে আজ কত কত রং, নাকি তোর মন? 
আকাশের মতন 
তোকে চেনার অনেক বাকি 

সকালেও সূর্য ছিলো  
তোর মুখে হাসি
বের হওয়ার সময় চুমু খেয়ে বললি, ভালোবাসি 

আকাশটা নীল, ওড়ে গাংচিল 
নীল শাড়িটা তোর, উড়ছে আঁচল 
আমার মুগ্ধ চোখ

বিকেলে মেঘের ভেলা, মন খারাপের মেলা 
তোর বাষ্পীভূত চোখ
এই নামলো বুঝি  

সূর্যাস্তে লালের খেলা 
রাগ তোর গালে 
কি যে অদ্ভুত রং! তুই রাগলে

আচ্ছা চোখ কি মেঘ? নাকি কান্না বৃষ্টি? 
আমার মন খারাপ 
যত অনাসৃষ্টি 

আকাশে অন্ধকারের ভাঁজ, তোর ঠোঁটের কোলাজ
চুমু খাবি বুঝি? 
ঠোঁট খুঁজি  

তুই ঘুমোলেই রাত, চোখে স্বপ্ন বুলায় হাত
ঠোঁটের কোণে হাসি 
বড্ড ভালোবাসি 

তোর আদর, ভালোবাসার চাদর 
আকাশে চাঁদের বন্যা 
আমি ডুবছি 

মন কি তবে আকাশ? কত রংই না দেখাস! 
তুই রংবেরঙে নারী, 
আমি বড্ড আনাড়ি। 

০৭জুলাই, ২০২০ 

#কবিতা 
মনের হ য ব র ল 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



একাকীত্বে একা

চোখ আর চোখের মাঝে দূরত্ব যত কমই হোক না কেন
কেও কাওকে দেখে না 
চোখ খুঁজে যায় চোখ'কে 
খুব কাছাকাছি হয়েও তারা দুজনাই একাকীত্বে একা 

ঠোঁট তো একটাই 
কণ্ঠও একটাই   
দুজনে মিলে যত কথাই বলুক না কেন 
আদতে তারা আলাদা আলাদা, বড্ড একা   

একটা হৃদপিণ্ড ধুকধুক 
খুব কাছাকাছি মন, উচাটন  
কেও কাওকে দেখে না, ছোয় না 
দুজনাই একসাথে কাজ করে অথচ আলাদা, একা 

লক্ষ কোটি মানুষ অথচ প্রত্যেকের একটাই জীবন 
এক শরীরের মাঝে 
মন ও মস্তিষ্ক কাজ তো করে যায় একসাথে 
অথচ দুজনাই কি ভীষণ একা 

হৃদপিণ্ডে যখন খুশির নাচ ওঠে
গলার কাছ থেকে যখন কান্নাগুলো দলা বেঁধে ওঠে
চোখ যখন লবণ ঝরায় কান্নার ভাঁজে; তখন, ঠিক তখনই বোঝা যায় 
মানুষের ভীরে মানুষ কতটা অসহায় আর একা। 


০৭ জুলাই, ২০২০ 


#কবিতা 
একাকীত্বে একা 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 

একটু পর

একটু পর
এই যে একটু পর! 
কতটা পর?

একটু পর সকাল হবে কারো
একটু পর কারো আলো নিভবে 
একটু পর একটা নতুন জীবন 
একটু পরই একটা মৃত্যু 
তোমার একটু পর কখন হবে?
কখন হবে আমার?

এই তো সেদিন পেছন ফিরে তাকাতেই দেখছিলাম ভুলের সারি সারি পাহাড় 
কিছু ছোটখাটো আর কিছু পাপের মত 
এর মধ্যে বাবা-মাকে দেয়া কষ্টগুলো তো পাপ'ই ছিলো, 
বিবেকের কাছে; 

ভাবছিলাম বাবার পায়ে ধরে ক্ষমা চাইব, ক্ষমা চাইব মায়ের কাছে
ভাবতে ভাবতে দ্বিধাদ্বন্দ্বে কাটছিল আজ কাল গুলো 
আজ হয়ে যাচ্ছিলো গত, জলের মত 
একটু পর, আজ, কাল পরশু করতে করতে যেদিন বাবার প্রেশার নেমে গিয়েছিলো! 
যেদিন দৌড়াদৌড়ি করে ওনাকে আই সি ইউ তে নিয়ে গিয়েছিলাম  
সেদিন প্রতিজ্ঞা করেছিলাম 
এবার বাড়ি ফিরলেই মাফ চেয়ে নেব,
সেই সুযোগটা আর হয় নি 
মৃত দেহটার দিকে তাকিয়ে শুধু চোখের পানি
আচ্ছা! চোখের পানিতে কি মাফ পাওয়া যায়?  

আমাদের একটু আর পর আসে না 
একটু পর ঘড়িটার কাঁটাই থাকে না;   

একদিন অভিমানের একটু পর নিয়ে কেও হয়তো একবারেই ঘুমিয়ে পড়ব
কেও হয়তো মৃত শরীরটার দিকে তাকিয়ে ইগোর মুখোশ খুলবো 
তারপর অনুশোচনার মুখোশ পড়ে একটু পর গুলো গত হতে থাকবে আবার ক্রমাগত  
জীবন গড়াতে থাকবে একটু পরের চাকায়............... অবিরত 

হ্যাঁ রে! ডাকছিস কেন রে?
আসছি তো রে!
একটু অপেক্ষা কর
এই আসছি, একটু পর.....................  

০৬ জুলাই, ২০২০ 

#কবিতা 
একটু পর
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



চাঁদের চন্দ্রবিন্দু

তোর কথাই রাখি আমি, কথা রাখার ছলে 
আমার কথা তরল নাকি!  
ভাসিয়ে দিস জলে

তোর কথাতেই সকাল হয় নিয়ম ভাঙার চল
আমার কথা কথাই নয় 
জোয়ার ভাটার জল 

তোর কথাতেই দুপুর বেলা গরম নামে বড়
আমার কথা বরফ নদী 
গলে যায় আরও 

তোর কথাতেই বিকেল বেলায় ওরে রঙিন ঘুড়ি
নাটাই সুতো সবই তোর 
আমি নীলে উড়ি 

তোর কথাতেই সন্ধ্যে নামে সূর্যের চোখ লাল 
সকাল থেকে সন্ধ্যা আমার  
ভালোবাসার কাল 

নিয়ম করে নিয়ম ভাঙা তোর নিয়মে সোজা
আমার কোন নিয়ম নেই 
তো'তে চোখ বোজা 

অমাবস্যায় ইচ্ছে যখন তারার সাথে হাঁটি 
তোকে বলতেই মেলে দিস 
আঁচল শীতল পাটি  

ভালোবাসার জ্যোৎস্না রাতে মন বিষাদ সিন্ধু 
ঠোঁট ঠোঁটে ছুঁয়ে দিতেই  
চাঁদের চন্দ্রবিন্দু। 

০৬ জুলাই, ২০২০ 

#কবিতা 
চাঁদের চন্দ্রবিন্দু
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


বিবেকের ক্ষমা

স্তিষ্কটা খুলতেই বিষাক্ত ছোবল; 

এক একটি পাপ এক একটি সাপ
মনের এই অংশটা যদিও ঢেকে রাখি খুব গোপনে
তবুও মাঝে মাঝে ছোবল খাই 
নীল হই, নীল বিষে 

পাপের কাছ থেকে ক্ষমা তো চেয়ে নিয়েছিলাম! 
তবুও কেন ছোবল মারে? 
সাপগুলো কিলবিলিয়ে ঢুকে যায় নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে
গলা দিয়ে হৃদপিণ্ড হয়ে রক্তে মিশে 
তারপর থিতু হয়ে বসে নিওরণ কোষে 
ঘুম ভাঙে নীল বিষে 

অনুশোচনা মানেই ক্ষমা নয়, 
বিবেকের কাছে 

বিবেক ক্ষমা করে না কখনোই, নিজেকে।   


০৫ জুলাই, ২০২০

#কবিতা 
বিবেকের ক্ষমা  
 - যাযাবর জীবন 
 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


বাবু কথন

ঘোর কলিযুগ আজ আসিলো রে মদন 
চারিদিকে শুনি শুধু বাবু কথন 
এ বাবু সে বাবু নয় গো বাবু
প্রেম বিনা এখানে বাবু হয় না কভু
 
বয়সে যতই হোক, কচি কিংবা বুড়া 
প্রেম করলেই তুমি বাবু ডাকে ধরা 
বুড়া বুড়ি আজ যত রসের প্রেম করে 
বাবু ডাক খানি তাদের সকলের তরে 

ছেলে মেয়ে এখানে সকলেই বাবু
বিবাহিতগুলা সব পরকীয়ায় কাবু
সারাদিন মোবাইলে গুঁতাগুঁতি করে
বুঝি না এত প্রেম এদের কোথায় ধরে

হাঁটে ঘাটে মাঠে মাঠে রিক্সায় বাসে
কেও দেখলো না শুনলো কিছু যায় আসে! 
পার্কের ভাঙ্গা বেঞ্চগুলা আর গাছতলা 
বাবু শুনতে শুনতে কানে তাঁদের তালা 

মায়ে ডাকে বাবারে ও আমার বাবু
বাচ্চাটা চিন্তায়, আমি কি তবে? হাবু! 
মোবাইলগুলো বিরক্ত শুনতে শুনতে বাবু 
ভার্চুয়ালে চুমুর গুঞ্জন লাভু, আই লাভু। 

০৪ জুলাই, ২০২০ 

#রম্য_ছড়া  
বাবু কথন 
 - যাযাবর জীবন 


দেখে নিও তুমি, দেখে নিও

আজকাল নেটে আসা হয় কম
তাই হয়তো দেখা হয় না আমাদের সহসাই
আমরা দুটি সময়ে বাস করি
হয়তো কারণ সময়ের ভিন্নতাই

কিংবা যখন আমি আসি তখন তুমি ঘুমে
অথবা যখন তুমি আসো তখন আমি ঘুমে
দেখা হবো হবো করেও দেখা হয় না আমাদের
আর টিক টিক টিক টিক শব্দ ঘড়ির কাঁটাদের

দেখা হয় আমাদের,
দেখা হয় অনুভবে, স্মৃতির রোমন্থনে
অথচ দেখা হয় না এখানে
দেখা হয় না এখানে

একদিন ঠিক দেখা করব দুজনে
এখানে কিংবা ওখানে
ঐ যেমন দেখা হয়েছিলো সবুজ ঘাসের বনে
ঐ যেমন দেখা হয়েছিলো মরা নদীটার কোনে

একদিন ঠিক দেখা হবে দুজনার
দেখা হবে প্রিয়
দেখে নিও তুমি
ঠিক দেখে নিও। 

০৫ জুলাই, ২০২০ 

#কবিতা 
দেখে নিও তুমি, দেখে নিও 
 - যাযাবর জীবন  


তারা তারা অন্ধকার

তুই চোখ বন্ধ করতেই 
ঘুমে ঢলা রাত 
স্মৃতির রোমন্থন বড্ড অন্ধকার  
জ্যোৎস্না কোথায়? 

এই ধর জোনাক পোকা
আজকাল আর শহরে কোথায়?
অথচ আমি তারা তারা অন্ধকার দেখি 
স্মৃতির পাতায়  

একদিন তোর হাত ধরতে চেয়েছিলাম
সেটাও কোন এক রাতই ছিলো
হাত গুটিয়ে নিলে কি আর চাঁদ ওঠে?
ভালোবাসা কাঁদায় 

আজকাল তারাগুলোও বড্ড ঝাপসা 
ভেজা চাদর জড়িয়ে থাকে আকাশটা 
মেঘ কোথায়? 
চোখের পাতায়। 

০৪ জুলাই

#কবিতা 
তারা তারা অন্ধকার
 - যাযাবর জীবন  

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


ভ্রূকুটি

চোখের ইশারা! 
ওটুকুই যথেষ্ট 
সেই থেকে বহুদিন ছিলাম আমি মৃত, 
পুরুষ খুব সহজেই মরে যায়  
ভ্রূকুটি ভালোবাসায়; 

এই যে দুপুর রোদ!
খর-তপ্ত
আর ঐ দৃষ্টি,  
কে পোড়ায় বেশী?
সূর্য না ভ্রূকুটি; 

আকাশে কিছু গরম উড়ছে
রোদ পুড়ছে
পুড়ছি আমি 
কোথায় ছাই?
ভ্রূকুটির হেলনে ভস্ম হয়ে যাই; 

অথচ একদিন ঐ চোখেই হারিয়েছিলাম
ভালোবেসে 
মৃত হয়ে অবশেষে   
ভ্রূকুটি সেদিনও ছিলো, 
আহ্বানের; 

ভ্রূকুটি হেনে সভ্যতা হেলায় নারী,  
আমি কোন ছাড় আনাড়ি! 
একদিন তোর ভ্রূকুটি হেলনে 
প্রচণ্ড এক ঝড় উঠেছিলো
তারপর থেকে আমি একা। 

০৪ জুলাই, ২০২০ 

#কবিতা 
ভ্রূকুটি
 - যাযাবর জীবন 



নারী অনুভূতি

তুই হেঁটে যাচ্ছিস গাছের ছায়ায়  
আমি পাতাগুলোর কাঁপন দেখছি উত্তেজনায়  
গাছেরও অনুভূতি আছে 
তুই তো নারীই;  

তুই বাঁশঝাড়ের একটা বাঁশ ধরতেই সে নুয়ে পড়লো
আমি ঝাড়ে উথালপাথাল দোলা দেখছি, উত্তেজনায় 
বাঁশ সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে তোর ছোঁয়ায় 
তুই সত্যিই নারী; 

তুই পুকুরে ঝাপ দিতেই 
ঢেউয়ে ঢেউয়ে পুরোটা পুকুর জুড়ে উত্তেজনা 
গরম ডুবছে তো'তে 
আমি নারীর ঠাণ্ডা হওয়া দেখছি;

নারী গরম করে, গরম হয়ে  
নারীই ঠাণ্ডা করে, ঠাণ্ডা হয়ে  
পুরুষের অনুভূতিগুলো সব নারীকে ঘিরে
আমি নারী দেখছি, পুরুষ চোখে।  

০৩ জুলাই, ২০২০ 

#কবিতা 
নারী অনুভূতি 
 - যাযাবর জীবন   

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


বৈপরীত্যের মুখোশ

আমাদের সবারই বোধহয় এক একটা মুখোশ আছে,
প্রত্যেকের মুখোশ প্রত্যেকের থেকে ভিন্ন
মুখোশের আড়ালে লুকানো ভিন্ন এক জীবন;  

দোকানের মুখোশগুলো আড়াল করে মুখ 
মনের মুখোশ আড়াল করে অনুভূতিগুলোকে 
অনুভূতিহীন আবার মানুষ আছে? 

কত রকম চেহারাই তো মনের থাকে!
থাকে কতরকম অনুভূতি!   
মনের অনুভূতি আড়াল করি মুখোশ ঢেকে 

কারো ভেতরটা কষ্টে ভরে থাকে
আনন্দে মুখোশ মানুষের সামনে;
 
কারো ভেতরটা রিপুতে কালো হয়ে থাকে 
ভালোমানুষির মুখোশ মানুষের সামনে;  
 
বাবা'দের সর্বংসহা একটা মুখোশ আছে
সংসারের হাল টানতে টানতে ক্লান্ত
অথচ সন্তানের সামনে সদা হাসি মুখ; 

মায়েদের মুখোশ চেনো? ওটাও সর্বংসহাই 
সংসারের শত কাজে ক্লান্তির চরমে গা এলিয়ে গেলেও
কিছু একটা চেয়ে দেখ? ঠিক হাসিমুখে সন্তানের সামনে;

ভাই-ভাই'য়ে ঝগড়া! ভাই-বোনে, বোনে-বোনে! 
বাসায় তিক্ততার চরমে 
অথচ মানুষের সামনে কি সুন্দর মিলমিশের মুখোশ এঁটে! 

বৌ-শাশুড়ি! ননদ-ভাবী! 
কোন বাসায় নেই হাড়ি-কুড়ির ঝনঝনানি?  
অথচ মানুষের সামনে মিলমিশের মুখোশ এঁটে;

আচ্ছা! এগুলোকে কি হিপোক্রেসি বলে?
নাকি মুখ লুকোনো মনের কাছ থেকে? 
কিংবা মনের চেহারা ঢেকে রাখা মানুষ হতে? 

সবাই মুখোশটাই দেখে 
কেও দেখতে চায় না কেমন আছে তোমার মন;  
তুমি দেখাতে চাও? তবে কেন কান্না চেপে মানুষ হাসাও? 

মুখোশের আড়ালে কেটে যায় বৈপরীত্যের আরেক জীবন।   


০৩ জুলাই, ২০২০ 

#কবিতা 
বৈপরীত্যের মুখোশ 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


ভালোবাসার রংধনু

বাতাসের গায়ে কিছু স্মৃতি লেগে থাকে
ভালোবাসায় স্নিগ্ধ বাতাস বয়, অভিমানে লূ হাওয়া 
কান্নায় শীতল - তোর শরীরে লাগে উত্তরে হাওয়া 
যখন তখন কেন মন ওড়াস বাতাসে? 

মেঘের গায়ে লেপ্টে থাকে কিছু কান্না 
মন ভারী হতে হতে বৃষ্টি হয়ে নেমে পড়ে 
অথচ তোর শুধুই বৃষ্টি বিলাস
মেঘ কি অযথাই কাঁদে? 

এই যে আনন্দের হলুদ, রাগের লাল আর বেদনার নীল!  
স্মৃতির রঙগুলো তো সবই তোরই দেয়া
অথচ দূর থেকে তোর রংধনু বিলাস; 
ভালোবাসার অনেক রঙ, তাই না রে? 

৩০ জুন, ২০২০ 

#কবিতা 
ভালোবাসার রংধনু 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




সম্পর্কের কথোকথা

কতরকম সম্পর্কই তো থাকে! 

কিছু সম্পর্ক রক্তের
- কোন কারণে ছিঁড়তে চাইলেও অদ্ভুতভাবে লেগে থাকে রক্তে  

কিছু সম্পর্ক বন্ধুত্বের
 - কখনো মধুর কখনো সুদূর 

কিছু সম্পর্ক ভালোবাসার
 - টিকে গেলে লেপ্টে থাকে আর নয়তো ঘৃণা 

কিছু সম্পর্ক থাকে টাকার 
 - অনুভবে না থাকলেও এরা থাকে ছড়িয়ে ছিটিয়ে   

কিছু সম্পর্ক শুধুই নামে 
 - এই তো মুখচেনা, প্রতিবেশী, কিংবা মহল্লা-বাসী 

তবে সব সম্পর্কেই জড়িয়ে আছে কিছু না কিছু স্বার্থ;

এই সম্পর্কগুলো বড্ড অদ্ভুত 
কোনটা হাসায় কোনটা বা কাঁদায়
কখনো কাছে আসে কখনো দূরে সরে যায় 
ভালোবাসায় ভাসায় আবার ক্ষরণে ডোবায়; 

একটা সম্পর্ক কিন্তু আছে একদমই অন্যরকম  
 - তোর আর আমার সম্পর্ক; 

এতে ভালোবাসা আছে, আছে বন্ধুত্ব 
আছে নির্ভরতা আছে বিশ্বাস  
এটার পুরোটাই অনুভূতি, আর কিছু স্পর্শ 
এ সম্পর্কের শেকড় অনেক গভীরে অথচ ভালোবাসা নিঃস্বার্থ 
তোমরা সবাই সম্পর্কটাকে চেনো 
নাম তার দাম্পত্য। 


২৮ জুন, ২০২০ 

#কবিতা 
সম্পর্কের কথোকথা 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।