রবিবার, ১৯ জুলাই, ২০২০

নারী অনুভূতি

তুই হেঁটে যাচ্ছিস গাছের ছায়ায়  
আমি পাতাগুলোর কাঁপন দেখছি উত্তেজনায়  
গাছেরও অনুভূতি আছে 
তুই তো নারীই;  

তুই বাঁশঝাড়ের একটা বাঁশ ধরতেই সে নুয়ে পড়লো
আমি ঝাড়ে উথালপাথাল দোলা দেখছি, উত্তেজনায় 
বাঁশ সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে তোর ছোঁয়ায় 
তুই সত্যিই নারী; 

তুই পুকুরে ঝাপ দিতেই 
ঢেউয়ে ঢেউয়ে পুরোটা পুকুর জুড়ে উত্তেজনা 
গরম ডুবছে তো'তে 
আমি নারীর ঠাণ্ডা হওয়া দেখছি;

নারী গরম করে, গরম হয়ে  
নারীই ঠাণ্ডা করে, ঠাণ্ডা হয়ে  
পুরুষের অনুভূতিগুলো সব নারীকে ঘিরে
আমি নারী দেখছি, পুরুষ চোখে।  

০৩ জুলাই, ২০২০ 

#কবিতা 
নারী অনুভূতি 
 - যাযাবর জীবন   

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন