রবিবার, ১৯ জুলাই, ২০২০

মনের হ য ব র ল

তুই কাঁদতেই
কাঁদছে আকাশ,
তোর কি আজ মন খারাপ? 

আকাশে আজ কত কত রং, নাকি তোর মন? 
আকাশের মতন 
তোকে চেনার অনেক বাকি 

সকালেও সূর্য ছিলো  
তোর মুখে হাসি
বের হওয়ার সময় চুমু খেয়ে বললি, ভালোবাসি 

আকাশটা নীল, ওড়ে গাংচিল 
নীল শাড়িটা তোর, উড়ছে আঁচল 
আমার মুগ্ধ চোখ

বিকেলে মেঘের ভেলা, মন খারাপের মেলা 
তোর বাষ্পীভূত চোখ
এই নামলো বুঝি  

সূর্যাস্তে লালের খেলা 
রাগ তোর গালে 
কি যে অদ্ভুত রং! তুই রাগলে

আচ্ছা চোখ কি মেঘ? নাকি কান্না বৃষ্টি? 
আমার মন খারাপ 
যত অনাসৃষ্টি 

আকাশে অন্ধকারের ভাঁজ, তোর ঠোঁটের কোলাজ
চুমু খাবি বুঝি? 
ঠোঁট খুঁজি  

তুই ঘুমোলেই রাত, চোখে স্বপ্ন বুলায় হাত
ঠোঁটের কোণে হাসি 
বড্ড ভালোবাসি 

তোর আদর, ভালোবাসার চাদর 
আকাশে চাঁদের বন্যা 
আমি ডুবছি 

মন কি তবে আকাশ? কত রংই না দেখাস! 
তুই রংবেরঙে নারী, 
আমি বড্ড আনাড়ি। 

০৭জুলাই, ২০২০ 

#কবিতা 
মনের হ য ব র ল 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন