রবিবার, ১৯ জুলাই, ২০২০

অহংকার আর ইগো

অহংকার, তুমি কি নর নাকি নারী? 
উঁহু, আমি আমিই; আর ইগো? 
আমার ভাই, দুজনে মিলে আমরা ভীষণ শক্তিশালী
তোমাদের শরীরের ওজন থেকেও আমরা ভারী;  

তোমরা ইগো'র নাম শুনেছ?
আমি কিন্তু দেখেছি
প্রতিদিন দেখি 
আয়নায় তাকালেই দেখি 
কতদিন ভেবেছি এবার বিদায় দেব 
আয়না থেকে মাঝে মধ্যে বিদায় বলেছি
মন থেকে মুছতে পারি নি, 
আসলে আমরা কেও বোধহয় পারি না
ইগো কুরে কুরে খায় সম্পর্কগুলো 
আপন সব সম্পর্ক;  

অহংকার চেনো? 
আমি সূর্যকে পোড়াই মাটির চুলায়
রকেট উড়াই সাইকেল চেপে 
জ্যোৎস্না দেখি বিজলি বাতিতে 
তারা জ্বালাই জোনাক মাঠে 
আরে! আমার থেকে বড় আর কে আছে?
আমি কেন নত হব? কার কাছে? 

ইগো আর অহংকার সর্বগ্রাসী 
এরা দুভাই সম্পর্ক কাটে, ভয়ংকর সর্বনাশী;  
মাটিতে পা পড়ে না আমার অহংকারে
ইগোর ডানায় উড়ি আকাশে
অহংকারে পুড়ি আমি কি হনু রে ভাবে  
দুটোই ভয়াবহ ভাবে ঢুকে গেছে আমার স্বভাবে 

অথচ আমি সব বুঝি
তবুও না অহংকার ছাড়তে পারি
না পারি হতে ইগোর কাছে হতে নত
অথচ আত্মম্ভরিতায় পুড়ছে আমার সম্পর্ক যত;
  
ভেবে পাই না মাটির দেহে কোথা থেকে আসে অহংকার?
কোথায় থাকে এত ইগোর সমাহার! 
কতদিন আয়নায় নিজেকে বকেছি! এবার তো মানুষ হ খাঁটি!  
আরে বাবা রুহুটা দেহ ছেড়ে চলে গেলে তুই নিজেই তো মাটি।


১৯ মে, ২০২০

#কবিতা 
অহংকার আর ইগো 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন