চোখ আর চোখের মাঝে দূরত্ব যত কমই হোক না কেন
কেও কাওকে দেখে না
চোখ খুঁজে যায় চোখ'কে
খুব কাছাকাছি হয়েও তারা দুজনাই একাকীত্বে একা
ঠোঁট তো একটাই
কণ্ঠও একটাই
দুজনে মিলে যত কথাই বলুক না কেন
আদতে তারা আলাদা আলাদা, বড্ড একা
একটা হৃদপিণ্ড ধুকধুক
খুব কাছাকাছি মন, উচাটন
কেও কাওকে দেখে না, ছোয় না
দুজনাই একসাথে কাজ করে অথচ আলাদা, একা
লক্ষ কোটি মানুষ অথচ প্রত্যেকের একটাই জীবন
এক শরীরের মাঝে
মন ও মস্তিষ্ক কাজ তো করে যায় একসাথে
অথচ দুজনাই কি ভীষণ একা
হৃদপিণ্ডে যখন খুশির নাচ ওঠে
গলার কাছ থেকে যখন কান্নাগুলো দলা বেঁধে ওঠে
চোখ যখন লবণ ঝরায় কান্নার ভাঁজে; তখন, ঠিক তখনই বোঝা যায়
মানুষের ভীরে মানুষ কতটা অসহায় আর একা।
০৭ জুলাই, ২০২০
#কবিতা
একাকীত্বে একা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন