রবিবার, ১৯ জুলাই, ২০২০

ভালোবাসার রংধনু

বাতাসের গায়ে কিছু স্মৃতি লেগে থাকে
ভালোবাসায় স্নিগ্ধ বাতাস বয়, অভিমানে লূ হাওয়া 
কান্নায় শীতল - তোর শরীরে লাগে উত্তরে হাওয়া 
যখন তখন কেন মন ওড়াস বাতাসে? 

মেঘের গায়ে লেপ্টে থাকে কিছু কান্না 
মন ভারী হতে হতে বৃষ্টি হয়ে নেমে পড়ে 
অথচ তোর শুধুই বৃষ্টি বিলাস
মেঘ কি অযথাই কাঁদে? 

এই যে আনন্দের হলুদ, রাগের লাল আর বেদনার নীল!  
স্মৃতির রঙগুলো তো সবই তোরই দেয়া
অথচ দূর থেকে তোর রংধনু বিলাস; 
ভালোবাসার অনেক রঙ, তাই না রে? 

৩০ জুন, ২০২০ 

#কবিতা 
ভালোবাসার রংধনু 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন