রবিবার, ১৯ জুলাই, ২০২০

বাবু কথন

ঘোর কলিযুগ আজ আসিলো রে মদন 
চারিদিকে শুনি শুধু বাবু কথন 
এ বাবু সে বাবু নয় গো বাবু
প্রেম বিনা এখানে বাবু হয় না কভু
 
বয়সে যতই হোক, কচি কিংবা বুড়া 
প্রেম করলেই তুমি বাবু ডাকে ধরা 
বুড়া বুড়ি আজ যত রসের প্রেম করে 
বাবু ডাক খানি তাদের সকলের তরে 

ছেলে মেয়ে এখানে সকলেই বাবু
বিবাহিতগুলা সব পরকীয়ায় কাবু
সারাদিন মোবাইলে গুঁতাগুঁতি করে
বুঝি না এত প্রেম এদের কোথায় ধরে

হাঁটে ঘাটে মাঠে মাঠে রিক্সায় বাসে
কেও দেখলো না শুনলো কিছু যায় আসে! 
পার্কের ভাঙ্গা বেঞ্চগুলা আর গাছতলা 
বাবু শুনতে শুনতে কানে তাঁদের তালা 

মায়ে ডাকে বাবারে ও আমার বাবু
বাচ্চাটা চিন্তায়, আমি কি তবে? হাবু! 
মোবাইলগুলো বিরক্ত শুনতে শুনতে বাবু 
ভার্চুয়ালে চুমুর গুঞ্জন লাভু, আই লাভু। 

০৪ জুলাই, ২০২০ 

#রম্য_ছড়া  
বাবু কথন 
 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন