বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বিক্রির হাট

জীবনের বিভিন্ন স্তরে আমরা বিক্রি করি নিজেদের
বিক্রি করে দেই নিজের স্বত্বাকে
বিক্রি করি মনুষ্যত্বকে
রিপুর কাছে অহরহ বিক্রি হয়ে যায় মানুষ, বিক্রির হাটে; 

লোভের কাছে নিজেকে বিক্রি শুরু শৈশব থেকে 
চকলেট, খেলনা হাতছানি দিয়ে ডাকে,
টাকা চেনার পর বিক্রি হতে থাকি চাহিদার কাছে
চাকরি, ব্যবসা, এটা-ওটা, যতদিন জীবন থাকে;

যৌবনের প্রারম্ভেই বিক্রি হয়ে যাই কামের কাছে
বিপরীত লিঙ্গের প্রতি এক দুর্নিবার আকর্ষণে
যতদিন যৌবন ততদিন কাম 
প্রেম, বিয়ে শাদী কতকিছু তার নাম;

স্বার্থের কাছে বিক্রি হতে থাকি সময়ের সাথে সাথে
একে একে বিক্রি করে দেই সম্পর্কগুলোকে 
প্রেমের সূচনা থেকে সম্পর্ক বিক্রি শুরু
প্রেমিক প্রেমিকা বিক্রি হয় প্রেমের কাছে

বাবা মা বিক্রি হয় আত্মম্ভরিতা আর বংশ মর্যাদার কাছে
সন্তান বিক্রি হয় প্রেমের হাতছানির কাছে 
ভাইবোন বিক্রি হয় স্বার্থের কাছে
সম্পর্ক বিক্রি হয় সম্পর্কের কাছে

এগুলো সবই জানা আছে, তবুও কেও ছাড় দেয় না কাওকে
বিক্রির পশরা সাজিয়ে বসে থাকি, নিজেকে বিক্রি করতে
আর বিক্রি করি মনুষ্যত্ব, শৈশব থেকে শব হওয়া পর্যন্ত, 
আচ্ছা! এই যে শব হয়ে পড়ে আছি! এটা বিক্রি করা যায় না? 


২১ জুলাই, ২০২০

#কবিতা

বিক্রির হাট  
 - যাযাবর জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন