রবিবার, ১৯ জুলাই, ২০২০

সময়টা কখন?

ঐ তো শুয়ে আছি আমি 
কাফনে ঢাকা শব
অথচ এই তো কিছুক্ষণ আগেও 
তোমরা আমার চারিদিক ঘিরে ছিলে সব 

মৃত্যুটা খুব অদ্ভুত তাই না?
শরীরটা পড়ে থাকে শুধু চলে যায় রুহু 
রুহুটা যে কি? 
বিজ্ঞান খুঁজেছে বহু 

আচ্ছা একটু পেছন ফিরে তাকাই তো! 
পেছনের জীবনটা দেখি 
রিপুর চাদরে মোড়া আমার ঐ জীবনটা
পাপের সাগরে ডোবা আমার ঐ জীবনটা
অনুশোচনা তো হয়েইছিলো 
মাঝে মধ্যে মনে হয়েওছিলো মৃত্যুর কথা  
ভালো হয়ে যাব, তওবা করব, নামাজ ধরব, রোজা রাখব  
সৎ পথে চলব, অনেকবার এসেছিলো মনে;  
কাল থেকে করব, পরশু থেকে  
এই শুক্রবার থেকে, আগামী মাস থেকে 
কাল আর আসে নি জীবনে
অথচ দেখ! কি হুট করেই না মৃত্যুটা চলে আসলো সামনে; 
সাদা কাফনে তো ঢেকে রেখেছ আমায়!
আমি পাপগুলো ঢাকব কী দিয়ে?

এই যে তোমরা রুহু বল! মালাকুল মউত সামনে আসলে কি হয় জানো?
শরীর থেকে রুহুটা যখন টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়!  
কতটা কষ্ট জানো?
এরপরের জীবনটার কথা একবার ভাবো তো!
কবরের সওয়াল জবাব দেয়ার জন্য প্রস্তুতি আছে তো!
হাশরের কঠিন দিনে মহান আল্লাহ্‌ পাকের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো?
ভাবো, ভাবো 
সময় থাকতেই ভাবো;

ঐ পড়ে থাকা শবের দিকে তাকাও একবার  
শোধরানোর কালটা যেন আজই হয়, এখনি 
কে জানে? 
তোমারও না দেরী হয়ে যায় আবার! 

মালাকুল মউত সময় বোঝে না, বোঝে না কাল
মুহূর্তের ব্যবধানে পড়ে থাকে শব, মানুষটা হয়ে যায় কাল।  

 
০৯ জুলাই, ২০২০ 

#কবিতা 
সময়টা কখন?
 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন