রবিবার, ১৯ জুলাই, ২০২০

তারা তারা অন্ধকার

তুই চোখ বন্ধ করতেই 
ঘুমে ঢলা রাত 
স্মৃতির রোমন্থন বড্ড অন্ধকার  
জ্যোৎস্না কোথায়? 

এই ধর জোনাক পোকা
আজকাল আর শহরে কোথায়?
অথচ আমি তারা তারা অন্ধকার দেখি 
স্মৃতির পাতায়  

একদিন তোর হাত ধরতে চেয়েছিলাম
সেটাও কোন এক রাতই ছিলো
হাত গুটিয়ে নিলে কি আর চাঁদ ওঠে?
ভালোবাসা কাঁদায় 

আজকাল তারাগুলোও বড্ড ঝাপসা 
ভেজা চাদর জড়িয়ে থাকে আকাশটা 
মেঘ কোথায়? 
চোখের পাতায়। 

০৪ জুলাই

#কবিতা 
তারা তারা অন্ধকার
 - যাযাবর জীবন  

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন