অকস্মাৎ ঝড় উঠবে একদিন তোর জীবনে
আমার অনাড়ম্বর জীবনের হঠাৎ অবসানে
ইথারে ইথারে ভাসবে কান্নার শব্দ
ঈপ্সিত নয় কারোর'ই মরণ
উড়ে গেলে রুহু খাঁচা ছেড়ে
ঊর্ধ্বাকাশে চেয়ে আর কি হবে
ঋণমুক্তি চেয়েছি, জীবন মুক্তি নয়
একসাথে পথচলার হঠাৎ সমাপন
ঐক্য আছে আমাদের, আছে বন্ধন
ওপার থেকে মরণ একবারই ডাকবে মাত্র
ঔষধ আর কতটুকুই বা বেঁচে থাকার নিমিত্ত?
১৪ জুলাই, ২০২০
#কবিতা
স্বরবর্ণ মরণ
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন