রবিবার, ১৯ জুলাই, ২০২০

শব্দ বিভ্রাটে

কিছু শব্দ কথায়
কিছু হাতে
কিছু মাথায় 
আমি পড়ে আছি শব্দ বিভ্রাটে;

আকাশে থৈ থৈ জ্যোৎস্না 
মন বৃষ্টি, চোখ কাঁদছে 
অনঙ্গ মস্তিষ্কের ভাঁজে কবিতা নাচছে 
শব্দ বিভ্রাটে কলম কাঁদছে; 

আকাশে মেঘের ভেলা 
মেঘে বজ্র, মেঘে মেঘালাপ 
বৃষ্টি টুপটাপ, মন ঝরছে 
শব্দ কাঁদছে, শব্দ বিভ্রাট 
 
সময় গ্রীষ্মকাল, গরম আনচান  
পুড়ছে বাতাস, পুড়ছে কাম  
পুড়ছে শরীর, ঝরছে ঘাম 
আমি ভিজছি, ঘামছে কাম

রাত নিঝুম, চোখ ঘুমঘুম 
ঠোঁটে ঠোঁট ছোঁয়, মন ঝুমঝুম
বুকের চাতালে তুই, শরীর জাগছে 
কাম ঝরিয়ে রতিমৈথুন 

রতিভেজা কামবধ, এলোমেলো বিছানা 
ক্লান্ত চোখে অমাবস্যা, ঘুমের ঠিকানা  
ডানাভাঙা স্বপ্নরা, বকডানায় শব্দজটে  
কবিতারা চুপচাপ, কলমের শব্দ বিভ্রাটে।   

১০ জুলাই, ২০২০ 

#কবিতা
শব্দ বিভ্রাটে 
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন