রবিবার, ১৯ জুলাই, ২০২০

বিবেকের ক্ষমা

স্তিষ্কটা খুলতেই বিষাক্ত ছোবল; 

এক একটি পাপ এক একটি সাপ
মনের এই অংশটা যদিও ঢেকে রাখি খুব গোপনে
তবুও মাঝে মাঝে ছোবল খাই 
নীল হই, নীল বিষে 

পাপের কাছ থেকে ক্ষমা তো চেয়ে নিয়েছিলাম! 
তবুও কেন ছোবল মারে? 
সাপগুলো কিলবিলিয়ে ঢুকে যায় নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে
গলা দিয়ে হৃদপিণ্ড হয়ে রক্তে মিশে 
তারপর থিতু হয়ে বসে নিওরণ কোষে 
ঘুম ভাঙে নীল বিষে 

অনুশোচনা মানেই ক্ষমা নয়, 
বিবেকের কাছে 

বিবেক ক্ষমা করে না কখনোই, নিজেকে।   


০৫ জুলাই, ২০২০

#কবিতা 
বিবেকের ক্ষমা  
 - যাযাবর জীবন 
 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন