স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা
কতরকম অনুভূতিই না আছে মানুষের মাঝে
আমি সব ভালো অনুভূতিগুলোর কথা বলছি;
আচ্ছা! স্বার্থের থাবা দেখেছ তোমরা?
লোপ লিপ্সা, অর্থ লালসা! এগুলোও কিন্তু অনুভূতিই
মানুষেরই মাঝে মনুষ্যত্ব হারিয়ে;
আচ্ছা! মনুষ্যত্ব না থাকলে তাকে মানুষ বলবে কি?
আমি তো চারিদিকে অর্থের কামড়াকামড়ি দেখি,
আমি মনুষ্যত্বহীন মানুষ দেখেছি;
ভাই-বোন, স্বামী-স্ত্রী এমনকি বাবা-মা ও সন্তান
স্বার্থের কাছে সম্পর্কের কতটুকু আছে দাম!
স্বার্থের মাথাচাড়ায় যখন মনুষ্যত্ব হারায়
সম্পর্ক নামেমাত্র সম্পর্কের খাতায়,
আমি সম্পর্ক হারাতে দেখেছি;
ইদানীং খুব গুটিয়ে গিয়েছি নিজেতে নিজে
নানা রঙের সম্পর্কগুলো থেকে
অর্থ যখন অনর্থের রূপ দেখে
সম্পর্ক তখন নিজের রক্ত চাখে,
আমি রক্ত দেখেছি, রক্তের হাতে;
মানুষের মাঝেই মানুষের বাস
মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের চাষ
আজকাল সম্পর্ককে বড্ড ভয় পাই
স্বার্থ থাবা মেললে যদি আমি পশু হয়ে যাই!
১০ জুলাই, ২০২০
#কবিতা
সম্পর্কের ভীতি
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন