এই যে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন
বন্ধুবান্ধব আর হৃদয়ের কাছের আপনজন;
হুট হাট একদিন চলে যায়,
খুব কষ্ট হয়
বুক ফেটে যায়
কান্না পায়,
কতদিন?
দুদিন, চারদিন, সপ্তাহ কিংবা মাস
তারপর আবার যথারীতি জীবন চলা, জীবনের পরিহাস;
কিছু স্মৃতি মাথায় রয়ে যায়
আর কিছু দাগ মনের ভেতর কথা বলে
মাঝে মধ্যে খোঁচায়, মাঝে মধ্যে দু-ফোঁটা অশ্রু
তারপর আবার জীবন এগিয়ে চলে;
জীবনটা কেমন?
বেঁচে থাকাটাই জীবন;
আর মৃত্যু?
ও তো সেদিনই সাথে করে নিয়ে এসেছিলাম,
যেদিন জন্মেছিলাম।
০৯ জুলাই, ২০২০
#কবিতা
বেঁচে থাকাটাই জীবন
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন