একটা হলুদ খাম
ডায়রির ভাঁজে গুটিসুটি
খামের ভেতর একটা চিঠি
প্রেমের অসহায় অনুভূতি
চিঠির ভেতর কিছু প্রেম
আঠা বন্দি
অনুভূতিতে তালা
মেয়েটির বুকফাটা চিৎকার
বিয়ের শানাই
বৌটা বড্ড কাঁদছিল
ঐ দূরে পালকি
বালকের ভাবলেশহীন চোখ
স্মৃতির চাদর
সময়ের স্রোত
বহুবছর পর
ডায়রির ভেতর স্মৃতি
ভাঙা চশমা
ক্ষীণ দৃষ্টিশক্তি
ঐ দূরে গাড়ি
ঝকঝকে নতুন
মধ্যবয়সী এক নারী
অপরূপা সুন্দরী
একটি ছেলে একটি মেয়ে
সুন্দরীর সাথে
বড্ড চেনাচেনা
অথচ অচেনা
হাতে ডায়রি
ভেতরে পুরনো চিঠি
সেদিন উত্তর দিলে
পরিবারটা আমার হতো
স্মৃতি হাসায় স্মৃতি কাঁদায়
প্রেমে সাহস লাগে
ডায়রিটা বন্ধ করে রাখি
কি হবে ওসব ভেবে!
০৭জুলাই, ২০২০
#কবিতা
বন্দি চিঠি
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন