পরিযায়ী পাখিদের কোলাহল বিকেলের ঠোঁট ঘেঁসে,
এলোমেলো ঝুমঝুমান্তি বৃষ্টির গান, তবলার ঐকতান
টিনের চালে দিনশেষে; রাত হতেই আকাশ থেকে তারাগুলো
নেমে এলো তোর চুলের বিথারে, জোনাকের ফিসফিসানি প্রেম
ইথারে ইথারে; ঘুম কোথায়? কাকভোর - পাখি উড়ছে।
নদীর অনঙ্গ নাচে একটা বদ্বীপ জেগেছিলো আলুথালু
বুকের খাঁচায়, বিভাসিত ভোরে বাতাসে কা কা রব,
দ্বীপের চারিধারে সবুজ ধানক্ষেতে এলেবেলে বাতাসের ঢেউ,
মন গড়িয়ে নামছে নিম্নমুখী নদীর স্রোতে, হু হু মনে প্রচণ্ড
তাপ, তাপ আকাশে; কোথায় জানি কি পুড়ছে!
কোথাও থেকে মাটির সোঁদা গন্ধ ভেসে আসছে যেন!
জলে ভৈরবী সুর, আকাশে গাংচিলের ডানা ঝটফট;
মাটিতে সোঁদা গন্ধ আর মন ছটফট, নারীর তির্যক বাঁকে
নদীটা হারিয়ে যেতেই মনের হলুদ চোখ, উঁহু! আমি কাঁদছি না,
কান্না থেমে থেমেই পলি পড়ে গেছে নদীতে - নদী ডুবছে!
একদিন কোন অমাবস্যা তিথিতে, নীল নক্ষত্রের দিনে
সূর্যটাকে ঘুম পাড়িয়ে, ঠিক মধুচন্দ্রিমা করে নেব আমরা দুজন
নিভৃতে কোন এক জ্যোৎস্নার বনে; ভালোবাসার ডুবডুবান্তিতে
আজ একটি একটি শস্যদানা বুনে বুনে, সেদিন মহীরুহ প্রেম
উপড়ে নেব তোর ঠোঁট চুমে চুমে, নারী পুড়ছে - নর ডুবছে।
১৭ জুলাই, ২০২০
#কবিতা
ভালোবাসার ডুবডুবান্তি
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন