রবিবার, ১৯ জুলাই, ২০২০

ভ্রূকুটি

চোখের ইশারা! 
ওটুকুই যথেষ্ট 
সেই থেকে বহুদিন ছিলাম আমি মৃত, 
পুরুষ খুব সহজেই মরে যায়  
ভ্রূকুটি ভালোবাসায়; 

এই যে দুপুর রোদ!
খর-তপ্ত
আর ঐ দৃষ্টি,  
কে পোড়ায় বেশী?
সূর্য না ভ্রূকুটি; 

আকাশে কিছু গরম উড়ছে
রোদ পুড়ছে
পুড়ছি আমি 
কোথায় ছাই?
ভ্রূকুটির হেলনে ভস্ম হয়ে যাই; 

অথচ একদিন ঐ চোখেই হারিয়েছিলাম
ভালোবেসে 
মৃত হয়ে অবশেষে   
ভ্রূকুটি সেদিনও ছিলো, 
আহ্বানের; 

ভ্রূকুটি হেনে সভ্যতা হেলায় নারী,  
আমি কোন ছাড় আনাড়ি! 
একদিন তোর ভ্রূকুটি হেলনে 
প্রচণ্ড এক ঝড় উঠেছিলো
তারপর থেকে আমি একা। 

০৪ জুলাই, ২০২০ 

#কবিতা 
ভ্রূকুটি
 - যাযাবর জীবন 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন