রবিবার, ১৯ জুলাই, ২০২০

চাঁদের চন্দ্রবিন্দু

তোর কথাই রাখি আমি, কথা রাখার ছলে 
আমার কথা তরল নাকি!  
ভাসিয়ে দিস জলে

তোর কথাতেই সকাল হয় নিয়ম ভাঙার চল
আমার কথা কথাই নয় 
জোয়ার ভাটার জল 

তোর কথাতেই দুপুর বেলা গরম নামে বড়
আমার কথা বরফ নদী 
গলে যায় আরও 

তোর কথাতেই বিকেল বেলায় ওরে রঙিন ঘুড়ি
নাটাই সুতো সবই তোর 
আমি নীলে উড়ি 

তোর কথাতেই সন্ধ্যে নামে সূর্যের চোখ লাল 
সকাল থেকে সন্ধ্যা আমার  
ভালোবাসার কাল 

নিয়ম করে নিয়ম ভাঙা তোর নিয়মে সোজা
আমার কোন নিয়ম নেই 
তো'তে চোখ বোজা 

অমাবস্যায় ইচ্ছে যখন তারার সাথে হাঁটি 
তোকে বলতেই মেলে দিস 
আঁচল শীতল পাটি  

ভালোবাসার জ্যোৎস্না রাতে মন বিষাদ সিন্ধু 
ঠোঁট ঠোঁটে ছুঁয়ে দিতেই  
চাঁদের চন্দ্রবিন্দু। 

০৬ জুলাই, ২০২০ 

#কবিতা 
চাঁদের চন্দ্রবিন্দু
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন