রবিবার, ১৯ জুলাই, ২০২০

অবসাদের অবসান

অনেক খেলেছি ছোঁয়াছুঁয়ি, 
কোন খেলাতেই কখনো জিততে পারি নি
হতাশ অবসাদে আমি খেলাদের ছোঁয়াছুঁয়ি দেখি;

আজ আকাশের চাঁদটা দেখ! 
পূর্ণিমায় পূর্ণ 
বাইরে ঝুমঝুমান্তি জ্যোৎস্না বৃষ্টি
আমি ঘর থেকে বেরোতেই  
ঝাঁপিয়ে পড়ে ছুঁয়ে দিচ্ছে আমায়
আমি ভিজে যাচ্ছি জ্যোৎস্নায় 
অথচ খুব এক তরফা, তাই না?
আমি হাজার চেষ্টায়ও ছুঁতে পারি না চাঁদকে
না ছুঁতে পারি চাঁদনি 
ছোঁয়াছুঁয়ির খেলায় একতরফা অবসাদে ভিজি;

কোন একটা সময় প্রেমের ছোঁয়াছুঁয়ি খেলায়  
তুই প্রেম ছুঁইয়ে দিয়েই পালিয়ে গেলি
অথচ আমি ডুবছি, এখনো ডুবছি তো'তে 
ভালোবাসার অবসাদে, 
বড্ড এক তরফা খেললি না! 

আজকাল মস্তিষ্কটাও কেন জানি বড্ড ছোঁয়াছুঁয়ি খেলে!  
স্মৃতিগুলো উঁকি দিয়েই টুকি দেয় 
আমায় ফেলে যায় ভাবনার সাগরে
আমি ডুবতে থাকি ক্লান্ত অবসাদে, 
এই যে স্মৃতি-ভ্রম এটাও তো মস্তিষ্কের একতরফা খেলা
তাই না? 

যখন মন আর মস্তিষ্ক দুজন মিলে ছোঁয়াছুঁয়ি খেলে
আমি ক্রমশ: হারাতে থাকি অন্ধকারে
অন্ধকার গভীর হতে হতে কালো হয়ে আসে
তারপর একসময় সব আলো নিভে যায় দুচোখ থেকে
অবসাদের একতরফা ঘুম এসে ছুঁয়ে দেয় আমায় অবশেষে
অথচ কখনই ঘুমকে নিজ থেকে ছুঁতে পারি নি!  

কোন একদিন হঠাৎই মৃত্যু এসে এক তরফা ছুঁয়ে দেবে আমায়; 
আর অসম ছোঁয়াছুঁয়ি খেলার অবসাদের অবসান, 
তাই না?

 
০৮ জুলাই, ২০২০ 

#কবিতা 
অবসাদের অবসান
 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন