একটু পর
এই যে একটু পর!
কতটা পর?
একটু পর সকাল হবে কারো
একটু পর কারো আলো নিভবে
একটু পর একটা নতুন জীবন
একটু পরই একটা মৃত্যু
তোমার একটু পর কখন হবে?
কখন হবে আমার?
এই তো সেদিন পেছন ফিরে তাকাতেই দেখছিলাম ভুলের সারি সারি পাহাড়
কিছু ছোটখাটো আর কিছু পাপের মত
এর মধ্যে বাবা-মাকে দেয়া কষ্টগুলো তো পাপ'ই ছিলো,
বিবেকের কাছে;
ভাবছিলাম বাবার পায়ে ধরে ক্ষমা চাইব, ক্ষমা চাইব মায়ের কাছে
ভাবতে ভাবতে দ্বিধাদ্বন্দ্বে কাটছিল আজ কাল গুলো
আজ হয়ে যাচ্ছিলো গত, জলের মত
একটু পর, আজ, কাল পরশু করতে করতে যেদিন বাবার প্রেশার নেমে গিয়েছিলো!
যেদিন দৌড়াদৌড়ি করে ওনাকে আই সি ইউ তে নিয়ে গিয়েছিলাম
সেদিন প্রতিজ্ঞা করেছিলাম
এবার বাড়ি ফিরলেই মাফ চেয়ে নেব,
সেই সুযোগটা আর হয় নি
মৃত দেহটার দিকে তাকিয়ে শুধু চোখের পানি
আচ্ছা! চোখের পানিতে কি মাফ পাওয়া যায়?
আমাদের একটু আর পর আসে না
একটু পর ঘড়িটার কাঁটাই থাকে না;
একদিন অভিমানের একটু পর নিয়ে কেও হয়তো একবারেই ঘুমিয়ে পড়ব
কেও হয়তো মৃত শরীরটার দিকে তাকিয়ে ইগোর মুখোশ খুলবো
তারপর অনুশোচনার মুখোশ পড়ে একটু পর গুলো গত হতে থাকবে আবার ক্রমাগত
জীবন গড়াতে থাকবে একটু পরের চাকায়............... অবিরত
হ্যাঁ রে! ডাকছিস কেন রে?
আসছি তো রে!
একটু অপেক্ষা কর
এই আসছি, একটু পর.....................
০৬ জুলাই, ২০২০
#কবিতা
একটু পর
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন