আজকাল নেটে আসা হয় কম
তাই হয়তো দেখা হয় না আমাদের সহসাই
আমরা দুটি সময়ে বাস করি
হয়তো কারণ সময়ের ভিন্নতাই
কিংবা যখন আমি আসি তখন তুমি ঘুমে
অথবা যখন তুমি আসো তখন আমি ঘুমে
দেখা হবো হবো করেও দেখা হয় না আমাদের
আর টিক টিক টিক টিক শব্দ ঘড়ির কাঁটাদের
দেখা হয় আমাদের,
দেখা হয় অনুভবে, স্মৃতির রোমন্থনে
অথচ দেখা হয় না এখানে
দেখা হয় না এখানে
একদিন ঠিক দেখা করব দুজনে
এখানে কিংবা ওখানে
ঐ যেমন দেখা হয়েছিলো সবুজ ঘাসের বনে
ঐ যেমন দেখা হয়েছিলো মরা নদীটার কোনে
একদিন ঠিক দেখা হবে দুজনার
দেখা হবে প্রিয়
দেখে নিও তুমি
ঠিক দেখে নিও।
০৫ জুলাই, ২০২০
#কবিতা
দেখে নিও তুমি, দেখে নিও
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন