মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

আমা'তে তুই



আমা'তে তুই
- যাযাবর জীবন

আশার একটা ভোর
তুই,
মন খারাপের একটা দুপুর
তুই,
বিষণ্ণতার একটা বিকেল
তুই,
মন ভাঙার একটা সন্ধ্যা
তুই,
কান্নার একটা রাত
তুই;

প্রেমময় একটা দিন
তুই,
প্রেমহীন একটা দিন
তুই;

দিন রাত্রির অষ্টপ্রহর
আমা'তে তুই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন