রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

ষোড়শী চাঁদনি



ষোড়শী চাঁদনি
- যাযাবর জীবন

আকাশ ভাঙ্গা চাঁদ মেঘের ওপর নেচে যায়
চাঁদনির বাস এ ভুবনে কোথায়?
এ ভুবনে তো জ্যোৎস্না নিয়ে কাব্য-গাথা
মনের মাঝে কবিতার রঙধনু এঁকে যায়;
আমি চাঁদনি খুঁজি চাঁদের মাঝে
জ্যোৎস্নাগুলো তোকে দিলাম
আকাশে দেখ আজ ষোড়শী চাঁদ
আমি চাঁদনিতে মন হারালাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন