অন্ধকার রাস্তা
- যাযাবর জীবন
তোর রাস্তায় আমার প্রবেশ নিষেধের সাইনবোর্ড দেখেছি;
আমলে নেই নি, ঢুকে পড়েছি;
অন্ধকার রাস্তার অভিশাপ আগে বুঝিনি,
গলিত মোমবাতিটার দিকে চেয়ে
লোডশেডিং অট্টহাসে
এরপর আলো কে দেবে?
তুই তো সেই কবেই আলো হাতে তার ঘরে
নিষেধের অন্ধকার রাস্তায় কে আসলো আর কে গেলো,
তাতে তোর কি যায় আসে?
মৃদু হ্যারিকেনের আলোতে দুটি ছায়া এক হয়
তোদের ঘরে
খাটের ক্যাঁচ ক্যাঁচ শব্দ মগজে আঁচর কাটে;
আমার স্বপ্নে অন্ধকার হাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন