মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

উত্তপ্ত দুপুরের হিবিজিবি ভাবনা



উত্তপ্ত দুপুরের হিবিজিবি ভাবনা

- যাযাবর জীবন

আলসে দুপুরের গায়ে বড্ড রোদ লেগেছে
চিড়বিড়ে গরমে ভাপ ওঠে বাতাসে; (প্রকৃতি)

রাগের ভাপে মন পুড়ে কয়লা
অভিমানের ভাপে পুড়ছে হৃদয়
দমকে দমকে মুখে টক লালা
ভালোবাসার ঢেকুর বড্ড বেয়ারা; (তুই)

চোখ খুললে রোদ পুড়ে যায়
চোখ বন্ধ করলে শুধুই তুই
অলস দুপুরে বড্ড লাগে একা
হৃদয় জুড়ে কেমন জানি ফাঁকা; (আমি কিংবা তুই)

জলের স্বাদে নুন-লবণ
দুপুরের রোদে লাল ক্ষরণ। (ভালোবাসা)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন