ভালোবাসার রং
- যাযাবর জীবন
অস্পষ্ট কিছু ছবি
অদৃশ্য হাতছানি
অচেনা অনুভূতি
অপূর্ণ ইচ্ছেগুলি
অপূর্ণ তুই
অপূর্ণ আমি
অপূর্ণ ভালোবাসা;
আমি বদলে গেছি
বদলে গেছিস তুই
বদলেছে সম্পর্ক
বদলেছে সময়
স্পষ্ট হয়েছে অনুভূতি
ঐ তো ভালোবাসা দেখা যায়;
অনুভূতিতে স্পষ্ট দৃশ্যমান ভালোবাসার রং
অপূর্ণতায় এখন আর মন কাঁদে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন